ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে যুবলীগ কর্মী খুন

প্রকাশিত: ০৬:৩১, ২৯ মার্চ ২০১৮

নাটোরে যুবলীগ কর্মী খুন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৮ মার্চ ॥ কানাইখালী এলাকায় সাইফুল শেখ রিপন ওরফে কানা রিপন নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রিপন কানাইখালী এলাকার ছাইদুল শেখের ছেলে ও জেলা যুবলীগের কর্মী। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কানাইখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক ও হত্যাকা-ে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নাটোর সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে রিপন কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে দাঁড়িয়েছিল। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১৫ মিনিট পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই এলাকা থেকে দুইজনকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। আটককৃতরা হলেন, কানাইখালী এলাকার ফজেল আলীর ছেলে ইদুল হোসেন ও সদর উপজেলার ছাতনী দিয়ার গ্রামের হামিদুল সরকারের ছেলে জামিল হোসেন। নববধূর পুঁতে রাখা লাশ উদ্ধার নাটোরের গুরুদাসপুর থেকে নিখোঁজের তিন দিন পর মিম আক্তার (১৫) নামে এক নববধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিম আক্তারের স্বামীসহ ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ঝাউপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মিম আক্তার উপজেলার হামলাইকোল গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয়রা জানান, গত ২২ মার্চ উপজেলার ঝাউপাড়া গ্রামের তৌহিদুর রহমানের ছেলে ফরহাদ হোসেনের সঙ্গে হামলাইকোল গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিম আক্তারের বিয়ে হয়। বিয়ের দুই দিন পর গত ২৪ মার্চ মিমের বাবা মিমের শ্বশুরবাড়িতে মিমকে দেখতে যায়। কিন্তু সেখানে মিমের সঙ্গে তার দেখা হয়না এবং পরিবারের লোকজন এলোমেলো কথা বলতে শুরু করে। পরে বিষয়টি তার কাছে সন্দেহ হলে তিনি এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মিম আক্তারের স্বামী ফরহাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে ফরহাদ হোসেন মিমকে গলা টিপে হত্যার পর বাড়ির পাশে বাঁশঝাড়ে পুঁতে রেখেছে বলে স্বীকারোক্তি দেয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মিম আক্তারের মৃতদেহ উদ্ধার করে। আটককৃতরা হলেন, মিম আক্তারের স্বামী ফরহাদ হোসেন (১৮) ফরহাদ হোসেনের প্রথম স্ত্রী বড়াইগ্রাম উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইমা খাতুন, ফরহাদ হোসেনের প্রথম পক্ষের শ্বশুর তফের উদ্দিন (৪৫) ও শাশুড়ি শুকজান বেগম (৩৫)। চরফ্যাশনে আওয়ামী লীগ নেতা নিজস্ব সংবাদদাতা চরফ্যাশন, ভোলা থেকে জানান, চরফ্যাশন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আ. জব্বার মাস্টারকে (৭০) মঙ্গলবার রাতে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে থানা পুলিশ পৌর ৮নং ওয়ার্ডস্থ এতিম খানার নতুন নির্মাণাধীন ভবনের একটি রুম থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। নিহত জব্বার মাস্টার পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত আ. মোতালেব রাঢ়ির ছেলে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ বলেন, নিহতের মুখ ম-লে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার রহস্য জানা যায়নি। নওগাঁয় শাশুড়ি নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, ধামইরহাটে পুত্রবধূর হাতে খুন হয়েছেন শাশুড়ি সামসুন্নাহার। ধারালো দায়ের আঘাতে শাশুড়িকে কুপিয়ে মেরেছেন উগ্রমেজাজী পুত্রবধূ খালেদা বেগম। ঘটনাটি ঘটেছে উপজেলার ইসবপুর ইউনিয়নে। ধামইরহাট থানার ওসি তদন্ত জানান, ইসবপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে আশিদুল ও তার স্ত্রী সন্তানদের নিয়ে মঙ্গলবার দিনের বেলায় বাঁশঝাড়ে বাঁশ কাটছিল। এ সময় বাঁশ কাটার প্রতিবাদ করেন আশিদুলের মা সামসুন্নাহার। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আশিদুলের স্ত্রী খালেদা বেগম শাশুড়ি সামসুন্নাহারকে দা দিয়ে মাথায় কোপ মারে। এ সময় শাশুড়িসহ শ্বশুর আমির উদ্দিনও রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক জখমীদের জয়পুরহাট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সামসুন্নাহারকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, বাড়ি থেকে ডেকে নিয়ে পৌর এলাকার পৌলী গ্রামের এক ¯ু‹লছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রাকিব হোসেন (১৭) পুরান পৌলী গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল। নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার রাত ৯টার দিকে রাকিবকে তার বন্ধু স্থানীয় কান্দা পৌলী গ্রামের মোন্নাফ মোল্লার ছেলে মিঠু ও তার কয়েক সহযোগী পৌলী স্কুল মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাকিব মারা যায়। বাগেরহাটে চাচা স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ফকিরহাটে তুচ্ছ ঘটনায় ভাতিজার লাঠির আঘাতে চাচা কওসার মোড়ল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কওসার মোড়ল ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের কাছেম মোড়লের ছেলে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নিহতের ভাতিজা মাসুদ মোড়ল তুচ্ছ ঘটনায় লাঠি দিয়ে পিটিয়ে চাচা কওসার মোড়লকে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। ওইদিন রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরিশালে প্রেমিক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, প্রেমিকার স্বজনদের বিরুদ্ধে প্রেমিককে পরিকল্পিতভাবে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে প্রেমিকা ও তার পরিবারের সদস্যরা আত্মগোপন করেছে। বুধবার দুপুরে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। মৃত আসলাম কবিরাজ (২২) নগরীর কাউনিয়ার মতাসার এলাকার বাসিন্দা জামাল কবিরাজের পুত্র। সে দীর্ঘদিন থেকে ঢাকায় ওয়াসায় চাকরি করে আসছিল। আসলামের পিতা জামাল কবিরাজ জানান, তার পুত্রের সঙ্গে দক্ষিণ কড়াপুর এলাকার শহীদুল ইসলামের কন্যা ও হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শারমিনের দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে কয়েকদিন আগে উভয় পরিবারের সম্মতিক্রমে বৈশাখের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিয়ে হওয়ার সিদ্ধান্ত হয়। জামাল কবিরাজ আরও জানান, মঙ্গলবার দুপুরে শারমিন ফোন দিয়ে জানায় আসলাম যেন তাদের বাড়িতে না যায় তাহলে সমস্যা হবে। এ খবর জানতে পেরে শারমিনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আসলাম তাদের বাড়িতে যায়। এরপর তারা আসলামকে শেবাচিম হাসপাতালে ভর্তি করার খবর পান। তিনি জানান, খবর নিয়ে তারা জানতে পেরেছেন শারমিনের পরিবারের সদস্যরা আসলামকে মারধর করে জোরপূর্বক বিষপান করিয়েছে। পরে তাকে (আসলাম) শেবাচিমে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করার পর পরই হাসপাতাল থেকে শারমিনের স্বজনরা পালিয়ে যায়।
×