ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাকে মারধর করায় তিন পুত্র ও তাদের স্ত্রীদের ৬ মাসের জেল

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ মার্চ ২০১৮

মাকে মারধর করায় তিন পুত্র ও তাদের স্ত্রীদের ৬ মাসের জেল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাড়ির অংশ লিখে না দেয়ায় বৃদ্ধা মাকে মারধরের অপরাধে তিন ছেলে এবং তাদের স্ত্রীদের সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বুধবার মুখ্য মহানগর হাকিম একেএম নাছির উদ্দিনের আদালত ছয় মাসের কারাদ- প্রদানের পর তাদের জেলহাজতে পাঠানো হয়। আদালত সূত্রে জানা যায়, দ-িতরা হলো নুর উদ্দিন, নুর হোসেন, নুর ইসলাম এবং তাদের স্ত্রী পারভিন আক্তার, শামীম আক্তার ও ডেইজি আক্তার। রায়ে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদ- এবং ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে আরও দশ দিনের কারাদ- প্রদান করা হয়। নির্যাতিত মা আদালতে হত্যা চেষ্টার অভিযোগ এনে পুত্র ও পুত্রবধূদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি মধ্যম হালিশহর বাকেরখালি টেক এলাকায় পুত্রদের হাতে মারধরের শিকার হয়েছিলেন সত্তর বছর বয়সের বৃদ্ধা মা রওশন আরা। হালিশহর এলাকায় একটি বাড়ির অংশ তিন ছেলেকে লিখে দেয়ার জন্য এ মায়ের ওপর চাপ ছিল। তিনি রাজি না হওয়ায় পুত্ররা তাকে মারধর করে বলে মামলায় অভিযোগ আনা হয়। তদন্তে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তা উল্লেখ করে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। গত ৩০ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। চার জনের সাক্ষ্যে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে দ-াদেশ প্রদান করে।
×