ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চতুর্থ পর্বের টিকিট কেটেছেন জেলেনা ওস্টাপেঙ্কো, পেত্রা কেভিতোভা, এলিনা সিতলিনা, ভেনাস উইলিয়ামস,;###;জোহানা কন্টা এবং মনিকা পুইগ

মিয়ামিতে ফেবারিটদের জয়জয়কার

প্রকাশিত: ০৬:১৪, ২৭ মার্চ ২০১৮

মিয়ামিতে ফেবারিটদের জয়জয়কার

স্পোর্টস রিপোর্টার ॥ মিয়ামি ওপেনের তৃতীয় পর্বে জয়ের দেখা পেয়েছেন সব ফেবারিট তারকারাই। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠেছেন চতুর্থ বাছাই ইউক্রেনের এলিনা সিতলিনা, অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস, নবম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, গ্রেট ব্রিটেনের ১১তম বাছাই জোহানা কন্ট, ষষ্ঠ বাছাই লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো এবং পুয়ের্তোরিকোর মনিকা পুইগ। মিয়ামি ওপেনের তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে সিতলিনা পেয়েছিলেন ২৬তম বাছাই অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাভ্রিলোভাকে। প্রথম সেটেই সিতলিনাকে চমকে দেন গ্যাভ্রিলোভা। ৬-৪ গেমে সেটটি জিতে নেন তিনি। কিন্তু পরের দুই সেটে লড়াই করে ম্যাচ জয়ের স্বাদ পান ইউক্রেনের চতুর্থ সিতলিনা। প্রতিপক্ষ আর কোন সুযোগই দেননি তিনি। পরের দুই সেটে গ্যাভ্রিলোভাকে রীতিমতো বিধ্বস্তই করেন তিনি। ৬-০ ও ৬-১ গেমে শেষের দুই সেট জিতে পরের রাউন্ডে পা রাখেন দুর্দান্ত ফর্মে থাকা সিতলিনা। এদিন ঘাম ঝরিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট পেতে হয়েছে ভেনাস উইলিয়ামসকও। তিন সেট লড়াইয়ের পর তৃতীয় রাউন্ডের বাধা পেরোন তিনি। ২৯তম বাছাই হল্যান্ডের কিকি বার্টেন্সের কাছে ম্যাচের প্রথম সেটেই হেরে বসেন সাতটি গ্র্যান্ডস্লামের মালিক। প্রথম সেটে ৭-৫ গেমে জয় পান বার্টেন্স। প্রথম সেট হেরেও ভড়কে যাননি ভেনাস। এর প্রমাণ পাওয়া যায় পরের দুই সেটে। ৬-৩ ও ৭-৫ গেমে পরের দু’সেট জিতে চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। এমন জয়ের পর দারুণ উচ্ছ্বসিত ভেনাস উইলিয়ামস। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘কখনও কখনও কোন বিষয় ভাল নাও দেখাতে পারে। সেজন্যই আপনাকে শেষ পয়েন্ট পর্যন্তই লড়াই করতে হয়। এ কারণেই আমি এই খেলাটাকে খুব ভালবাসি।’ ১৯৯৮ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তিনি। এরপর ১৯৯৯ এবং ২০০১ সালেও মিয়ামি ওপেনের চ্যাম্পিয়ন হন তিনি। কিন্তু পরের ১৭ বছরে শিরোপা খরায় কেটে গেছে তার। তবে এবার শুরু থেকেই দুর্দান্ত খেলছেন তিনি। তার ছোট বোন সেরেনা উইলিয়ামসও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। সন্তান জন্মের পর সেরেনার এটা ছিল দ্বিতীয় ইভেন্ট। কিন্তু ইন্ডিয়ান ওয়েলসের পর মিয়ামি ওপেনেও হতাশ করেছেন সেরেনা। সেরেনার অনুপস্থিতিতে কোর্ট মাতিয়ে চলেছেন ভেনাস। সিতলিনা ভেনাসের মত ঘাম ঝরিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন পেত্রা কেভিতোভাও। অবাছাই যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনের কাছে ৬-৩ গেমে প্রথম সেট হেরে যান তিনি। তবে পরের দুই সেট ৬-২ ও ৬-৪ গেমে জিতে চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। এর ফলে শিরোপা জয়ের ক্ষেত্রেও এখন আত্মবিশ্বাস বেড়ে গেছে দুইবারের উইম্বলডনজয়ী কেভিতোভার। এছাড়াও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন জেলেনা ওস্টাপেঙ্কো, জোহানা কন্টা এবং মনিকা পুইগ। ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কো এদিন ৬-২ এবং ৭-৬ (৭/২) গেমে পরাজিত করেন ব্রাজিলের বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়াকে। জয়ের পর লাটভিয়ার এই টেনিস তারকা বলেন, ‘টাইব্রেকে আমি সত্যিই নিজের সেরা খেলাটা দেখিয়েছি। আজ যেভাবে খেলেছি তাতে আমি সত্যিই খুব আনন্দিত।’ পরের রাউন্ডে লাটভিয়ার এই টেনিস তারকা মুখোমুখি হবেন চেক তারকা পেত্রা কেভিতোভার। গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা ৬-২ এবং ৬-১ গেমে খুব সহজেই পরাজিত করেছেন বেলারুশ তারকা এলিস মার্টেন্সকে। আর পুয়ের্তো রিকোর মনিকা পুইগ এদিন ৬-৩ এবং ৭-৫ গেমে জার্মানির মারিয়া সাকারিকে পরাজিত করে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেন।
×