ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছুরিকাঘাতে শাবির সাবেক শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ০৩:৫১, ২৭ মার্চ ২০১৮

ছুরিকাঘাতে শাবির সাবেক শিক্ষার্থী নিহত

শাবি সংবাদদাতা ॥ ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার রাতে নগরীর কীনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিদ আল সালাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তার স্নাতকোত্তর শেষ হয়েছে। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, রাত ১২টার দিকে কীনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান মাহিদ। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ গিয়ে রাত আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করে। মাহিদ পরিবারের সঙ্গে শহরের মদিনা মার্কেটে নিজেদের বাসায় থাকতেন। তার বাবার নাম মুক্তিযোদ্ধা মরহুম এম এ সালাম। তার চাচা এ টি এম হাসান জুবেল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মাহিদের পরিবারের বরাত দিয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী স্বপন আহমেদ বলেন, তিনি ঢাকায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন। যশোরে যুবক স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত লিটন হোসেনের (২৬) মৃত্যু হয়েছে। সোমবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রবিবার রাত ৮টার দিকে শহরতলী শেখহাটি জামরুলতলা এলাকায় লিটন ছুরিকাহত হন। তিনি ওই এলাকার আমিনুর রহমানের ছেলে। নিহতের স্বজনরা জানান, জামরুলতলা এলাকার আল-আমিনের ছেলে সুমনের সঙ্গে লিটনের পূর্ববিরোধ ছিল। এর জের ধরে সুমন ইতোপূর্বে হত্যার হুমকিও দিয়েছে। রবিবার রাতে লিটন বাড়ি থেকে বের হয়ে জামরুলতলা বাজারে যায়। এ সময় সুমন তার ওপর হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে লিটন গুরুতর আহত হয়। লিটনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনায় রেফার্ড করেন চিকিৎসকরা। ভোরে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়। চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে দুবর্ৃৃত্ত দল। সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মহিউদ্দিন (৩০)। পুলিশ জানিয়েছে, নিহত যুবক নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার আবু ইব্রাহিমের পুত্র। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রামে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুরে শিশু নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, রামগঞ্জে নিখোঁজের তিন দিন পর স্কুল ছাত্রী আট বছরের শিশু নুসরাত জাহান নুশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ির সামনের ব্রিজের নিচ (খাল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য অপরাহ্নে নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নুসরাত উপজেলার নোয়াগাঁওয়ের বাসিন্দা প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের আগে নুশরাত জাহান নুশু নিখোঁজ হয়। বরিশালে প্রবাসীর স্ত্রী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নিখোঁজের একদিন পর মুলাদী উপজেলা সদরের একটি খাল থেকে ফজিলাতুন্নেছা বেগম (৫০) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রবিবার রাতে পাঁচজনকে আটক করা হয়েছে। জানা গেছে, ওই এলাকার প্রবাসী জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী ফজিলাতুন্নেছার পুত্র জাহিদের বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী আয়নাল বেপারির পরিবারের সঙ্গে সম্প্রতি চরম বিরোধ দেখা দেয়। শনিবার সন্ধ্যা থেকে রহস্যজনকভাবে ফজিলাতুন্নেছাকে নিখোঁজ হয়। রবিবার সন্ধ্যায় বাড়ির পাশের খাল থেকে তার (ফজিলাতুন্নেছা) লাশ উদ্ধার করে পুলিশ। শেরপুরে কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, স্বপন মাহমুদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের নতুন বাস টার্মিনাল সংলগ্ন মমিন পেট্রোল পাম্পের পার্শ্বে গৌরীপুর সড়ক থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত স্বপন শহরের নৌহাটা মহল্লার জনৈক সাদেক আলী মিস্ত্রীর ছেলে। সে শেরপুর সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুর শহরের নতুন বাসটার্মিনালসংলগ্ন মমিন পেট্রোল পাম্পের পার্শ্বে গৌরীপুর সড়কে কলেজ শিক্ষার্থী স্বপনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
×