ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জয় সবুজের হ্যাটট্রিকে

প্রকাশিত: ০৭:০১, ২৪ মার্চ ২০১৮

বাংলাদেশের জয় সবুজের হ্যাটট্রিকে

স্পোর্টস রিপোর্টার ॥ হোক প্রস্তুতি ম্যাচ। তাও তো জয় এলো। আর কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ এ্যান্ড্রু অর্ড। শুক্রবার থাইল্যান্ডে অনুষ্ঠিত ব্যাংকক এফসির বিপক্ষে দারুণ জয় কুড়িয়ে নিয়েছে তার শিষ্যরা। জিতেছে ৪-৩ গোলে। অথচ দু’দিন আগে প্রথম প্রস্ততি ম্যাচে রাচাবুড়ি মিতর ফল এফসির কাছে শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সেটা আর হয়নি। স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের দারুণ হ্যাটট্রিকে এসেছে কাক্সিক্ষত এই জয়। আগামী ২৭ মার্চ লাওসের মুখোমুখি হওয়ার সময় এই জয় লাল-সবুজ বাহিনীকে উজ্জীবিত করবে, সন্দেহ নেই। শুক্রবারের ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলে প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে বাংলাদেশ খেলেছে পাল্টা-আক্রমণ নির্ভর খেলা। এর ফলও পায় হাতেনাতে। বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন আবু সুফিয়ান সুফিল (৭ মিনিটে)। এই তরুণ ফরোয়ার্ড বাঁ দিক দিয়ে ঢুকে কৌনিক শটে এগিয়ে দিয়েছেন দলকে। এরপর ১৮ মিনিটে ব্যাংকক সমতা ফেরায়। ৩৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে আবার বাংলাদেশের গোল। এবার মামুন মিয়ার পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান সবুজ। ৪২ মিনিটে জাফর ইকবালের পাস থেকে আবারও সবুজ প্লেসিং শটে ব্যবধান করেন ৩-১। দ্বিতীয়ার্ধে একাধিক খেলোয়াড় পরিবর্তন করে ব্যাংকক গ্লাস। নামায় বিদেশী খেলোয়াড়। তার সুফলও পায় থাই প্রিমিয়ার লীগের দলটি। পরপর দুই গোল করে ম্যাচে সমতা নিয়ে আসে তারা (৭৮ ও ৮১ মিনিটে)। তবে এতকিছু করেও জিততে পারেনি স্বাগতিকরা। ৮২ মিনিটে আবারও দলকে এগিয়ে নেন সবুজ। সেই সঙ্গে পূরণ করেন নিজের হ্যাটট্রিকও।
×