ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২৪, ২৪ মার্চ ২০১৮

টুকরো খবর

বজ্রপাতে কৃষক নিহত নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ মার্চ ॥ জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের উজানগাঁও গ্রামে শুক্রবার দুপুরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তার নাম আল-আমিন (৩৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে আল-আমিন নিজ বাড়ি থেকে পাশের গ্রাম বাহিরকান্দায় যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর বজ্রসহ হাল্কা বৃষ্টি হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। . আহত শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক কবির হাওলাদার (৩৫) বৃহস্পতিবার রাতে মারা গেছেন। সে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা জোনাব আলী হাওলাদারের পুত্র। জানা গেছে, টিউবওয়েল বসানোর শ্রমিক কবির হাওলাদার গত মঙ্গলবার কল বসাতে গিয়ে লোহার পাইপের আঘাতে গুরুতর আহত হয়। ওইদিন রাতে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। . ৫০ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পুরেরচর মাছঘাট এলাকা থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। তবে এ অভিযানে জাটকা পরিবহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্টগার্ডের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা জাটকার আনুমানিক বাজার মূল্য সাত লাখ টাকা। জব্দ করা জাটকা জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। . ইয়াবাসহ হোটেল ব্যবস্থাপক আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর সাহেববাজার এলাকার হোটেল ‘এসবি ইন্টারন্যাশনালে’ এ অভিযান চালায় রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার শাকিল হোসেন, একই এলাকার মুরাদ হোসেন, বড়কুঠি এলাকার সানোয়ার হোসেন সানি এবং নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকার উজ্জ্বল হোসেন। এদের মধ্যে উজ্জ্বল হোটেলটির ব্যবস্থাপক। . অপহৃত শিশু উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহৃত শিশু আলী আহম্মদকে নির্যাতন চালিয়েছে পাষ-রা। গরিব পিতার পক্ষে এত বেশি টাকা যোগাড় করা সম্ভব ছিলনা মোটেও। খরচের টাকা নেই বলে থানায় যেতেও সাহস করেননি তিনি। তবে খবর পেয়ে পুলিশ আগ বাড়িয়ে অভিযানে নেমে অপহৃত শিশুকে উদ্ধার ও নরপশু অপহরণকারী তোফায়েলকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ১২টায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সামনে টেকনাফ পুলিশ এ অভিযান চালায়। জানা যায়, মঙ্গলবার সকালে টেকনাফ সাবরাং গুচ্ছগ্রামে অন্য ছেলেদের সঙ্গে খেলা করার সময় ইসমাইল, তোফায়েল ও বেলাল নামে তিন অপহরণকারী মুখ চেপে নিয়ে যায় ৬ বছরের শিশু আলী আহম্মদকে। ভয়ে অন্য শিশুরা দৌড়ে পালাতে থাকে। খবর পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। রাতে অপহরণকারী ইসমাইল ফোন করে শিশুর পিতা আবু তাহেরকে জানায়, ছেলেকে জীবিত ফেরত পেতে চাইলে পাঁচ লাখ টাকা দরকার। এরপর পরিবারে শুরু হয় কান্নার রোল। স্থানীয় লোকজনের মুখে শুনে টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করার দায়িত্ব কাঁধে নেন। উর্ধতন কর্মকর্তাদের দিক নির্দেশনা, মনিটরিং ও মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্তের পর অভিযান পরিচালনা করে সফল হয় পুলিশ। . ডাকাতির স্বর্ণালঙ্কার সৈয়দপুরে উদ্ধার সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ২৩ মার্চ ॥ ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের বাড়িতে ডাকাতির স্বর্ণালঙ্কার সৈয়দপুর থেকে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইমরান জুয়েলার্স থেকে সাড়ে ২১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। এ সময় ওই জুয়েলার্সের মালিক ইমরান হোসেনকে আটক করা হয়। উল্লেখ্য যে, গত ১৩ মার্চ ভোরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপির বালিয়াডাঙ্গির বাসভবনে ডাকাতি সংঘটিত হয়। . গাছের চাপায় কৃষক নিহত নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৩ মার্চ ॥ তালতলী উপজেলার চরপাড়া গ্রামের কৃষক মোছাদ্দেক হাওলাদার (৪৫) বৃহস্পতিবার সন্ধ্যায় গাছের চাপায় নিহত হয়েছে। নিহত কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে বরগুনা মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, উপজেলার চরপাড়া গ্রামের কৃষক মোছাদ্দেক হাওলাদার তার বাড়ির ৫টি রেইন্টি গাছ ভাগ্নি জামাতা মজিবর মল্লিকের কাছে বিক্রি করে। জামাতা ওই গাছ তার লোকজন দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গাছ মালিক মোছাদ্দেক গাছের চিকন ডাল-পালা কাটছিল। ওই সময় কাটারত অবস্থায় একটি গাছ ঘুরে মোছাদ্দেক হোসেনের গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×