ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টার

প্রকাশিত: ০৮:৪০, ২২ মার্চ ২০১৮

রোহিঙ্গা ক্যাম্পে প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ বলেছেন, আন্তর্জাতিক ফোরামের সহযোগিতায় সরকার মিয়ানমারের বাস্তচ্যুত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের যে কোন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। পোলিও, হাম, ডিপ্থেরিয়া, কলেরা ও ডাইরিয়া, অপুষ্টিজনিত রোগ-ব্যধিসহ নানাবিধ রোগ-বালাই দ্রুত টিকা প্রদান এবং জরুরী চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করেছে। এতে মহামারি আকারে রোগ ছড়াতে পারেনি। সরকারের এ সাফল্য অন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা লাভ করেছে। বৃহস্পতিবার উখিয়ার থাইংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুইজারল্যান্ডভিত্তিক সুইস রেডক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ফিরোজ সালাহ উদ্দিন, সাবেক সচিব সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব আবুল কালাম প্রমুখ। এ সময় উখিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজবাহ উদ্দিন আহমেদ, সেনাবাহিনীর অফিসার, সুইস রেডক্রসের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ইলিয়াছ, ফিল্ড কো-অর্ডিনেটর ফজলুর রহমানসহ সরকারী ও আর্ন্তজাতিক সংস্থার প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।
×