ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নির্মিত বাঁধ অপসারণে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৫:৫৫, ২২ মার্চ ২০১৮

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নির্মিত বাঁধ অপসারণে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী উপজেলার সীমান্তবর্তী শিলই ও দীঘিরপাড় ইউনিয়ন ঘেঁষা পদ্মা নদীতে নির্মিত বাঁধ দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পদ্মা নদীতে বাঁধ নির্মাণ করে টোল আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বাঁধ নির্মাণে কারা জড়িত সে বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে মুন্সীগঞ্জের ডিসি-এসপিকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়। আগামী চার সপ্তাহের মধ্যে মুন্সীগঞ্জের ডিসি, এসপি, সদর উপজেলার ইউএনও, শিলই ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার একটি জাতীয় দৈনিকে ‘পদ্মায় অবৈধ বাঁধ নির্মাণ করে টোল আদায়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন এ্যাডভোকেট মুন্সি মনিরুজ্জামান।
×