ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গৃহবধূর লাশ উদ্ধার

নারী শ্রমিকসহ তিন খুন

প্রকাশিত: ০৬:৪২, ২১ মার্চ ২০১৮

নারী শ্রমিকসহ তিন খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ হবিগঞ্জে ছেলেকে না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, নরসিংদীতে মহিলা, রাজশাহীতে নারী শ্রমিক খুন এবং মাগুরায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। হবিগঞ্জ তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিত-ার জের ধরে ছেলেকে না পেয়ে হবিগঞ্জের পল্লীতে মাকে পিটিয়ে হত্যা করেছে ভাসুর পুত্রের নেতৃত্বে বিবেকবর্জিত একদল লোক। ঘটনাটি ঘটেছে জেলার বাহুবল উপজেলাধীন পল্লী তারাশায়। পুলিশ ও গ্রামবাসী জানান, ওই গ্রামের বাসিন্দা জনৈক কদর চাঁন বিবির ছেলে শাহার আলীর (১৬) সঙ্গে তারই চাচাতো ভাই জিন্নত আলীর শ্বশুরবাড়ির জনৈক খালেক মিয়ার ছেলে আশিক মিয়া ও হাশেম মিয়ার বাক-বিত-ার ঘটনা ঘটে আগের দিন সোমবার মধ্যরাতে। একপর্যায়ে ক্ষিপ্ত জিন্নত আলী ও আব্দুল মজিদ সশস্ত্র অবস্থায় হামলা চালায় শাহার আলীর বাড়িতে। এ সময় প্রাণরক্ষায় শাহার আলী দৌড়ে অন্যত্র অবস্থান নেয়। তখন তাকে ধরতে না পেরে মা কদর চান বিবি (৫৫) কে পিটিয়ে গুরুতর আহত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে স্ত্রীকে রক্ষায় স্বামী জহুর আলী এগিয়ে এলে তাকেও বেদম প্রহার করে ওরা সটকে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন ওই স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার ভোর রাতের দিকে কদর চান বিবির শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছার পথে দুপুরে কদর চান বিবির মৃত্যু হয়। নরসিংদী মাধবদীতে অজ্ঞাত মহিলা (৪০) খুন হয়েছে। সদর উপজেলার কোতোয়ালীরচর এলাকার একটি নির্মাণাধীন মিলে সোমবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, রাতের যে কোন সময় তাকে হত্যা করা হয়েছে। লাশটি উলঙ্গ ও ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এক মহিলার সহযোগিতায় গায়ে ওড়না দিয়ে লাশের শরীর ঢেকে দেয়া হয়। পুলিশ বলছে, ধর্ষণের পর খুন করা হয়েছে কিনা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। রাজশাহী পুঠিয়া উপজেলায় এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর গ্রামের একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারী শ্রমিকের নাম রোকেয়া বেগম (৪৫)। তিনি পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত সমেজ মোল্লার মেয়ে। বানেশ্বর বাজারের একটি ডাল মিলে কাজ করতেন রোকেয়া। সোমবার সন্ধ্যায় মিলে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। সকালে তার লাশ পাওয়া যায়। পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া বলেন, সোমবার রোকেয়ার রাতে কাজ ছিল। প্রতিদিনের মতো সন্ধ্যায় বাড়ির কাজ শেষে তিনি ডালমিলের উদ্দেশে বের হন। পরদিন পাশের গ্রামের একটি আমবাগানে রোকেয়া বেগমের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামে মঙ্গলবার রেবা খাতুন (৩০) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। তারা অভিযেগ করেছেন স্বামী গোলাম নবীর বিরুদ্ধে। জানা যায়, সদর উপজেলার বড়খড়ি গ্রামের গোলাম নবীর স্ত্রী রেবা খাতুনকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে গলায় ফাঁস দিয়েছিল।
×