ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কমনওয়েলথ গেমসে থাকছেন বোল্ট!

প্রকাশিত: ০৬:৩৮, ২১ মার্চ ২০১৮

কমনওয়েলথ গেমসে থাকছেন বোল্ট!

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর লন্ডনে আয়োজিত বিশ্ব এ্যাথলেটিক্সে সর্বশেষ অংশ নিয়েছেন সর্বকালের সবচেয়ে গতিধর মানব উসাইন বোল্ট। তবে ক্যারিয়ারের শেষটা তিনি স্বর্ণ সাফল্যের রংয়ে রাঙাতে পারেননি। এরপরই ট্র্যাক এ্যান্ড ফিল্ডের এ সম্রাট অবসর নেন। তবে স্প্রিন্টের প্রতি দুনির্বার আকর্ষণটা কমে যায়নি জ্যামাইকান এ বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টারের। আগামী মাসে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসের ১০০ মিটারের প্রতিযোগিতায় তিনি থাকবেন। তবে সাধারণ দর্শক হিসেবে উপভোগ করবেন প্রতিযোগিতা। এমনটাই জানিয়েছেন বোল্টের দীর্ঘদিনের অনুশীলন সঙ্গী ইয়োহান ব্লেক। ৩১ বছর বয়সী বোল্ট এই মুহূর্তে স্প্রিন্ট জগত থেকে সরে দাঁড়ানোর পর ফুটবল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অচিরেই একটি চ্যারিটি ম্যাচে তিনি অধিনায়ক হিসেবে খেলবেন দলের হয়ে। এছাড়া অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে তিনি কাজ করছেন রানিং বিটুইন দ্য উইকেটে উন্নতির জন্য। এর মধ্যেই এখন এগিয়ে এসেছে কমনওয়েলথ গেমস। আগামী ৪-১৫ এপ্রিল গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতাটি। ১০০ মিটারে অন্যতম ফেবারিট তারকা জ্যামাইকার স্প্রিন্টার ব্লেক। ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় চলে এসেছেন তিনি। ব্লেক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ৮ বারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং ১০০ ও ২০০ মিটারের বিশ্বরেকর্ডধারী বোল্ট আসবেন এবারের আসরে ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করতে। ব্লেক বলেন, ‘আমি জ্যামাইকা ছেড়ে আসার আগে তিনি ট্র্যাকে এসেছিলেন। সে সময় বলেছেন যে অস্ট্রেলিয়ায় যখন আসব যদি না জিততে পার তাহলে তোমার সমস্যা হবে। আমার কোন কমনওয়েলথ পদক নেই। এখন আমার ট্রফির বাক্সে এখান থেকে একটি পাওয়া অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উসাইন বোল্ট আমাদের উত্তরসূরি হিসেবে রেখে গেছেন তার শ্রেষ্ঠত্ব ধরে রেখে এগিয়ে যাওয়ার জন্য। আমরা এখন সেটাই করার জন্য উদগ্রীব।’ ২৮ বছর বয়সী ব্লেক সর্বকালের দ্বিতীয় সর্বাধিক গতিধর মানব হিসেবে স্বীকৃত। তিনি ২০১৪ সালের গ্লাসগোয় হওয়া কমনওয়েলথ গেমসে ইনজুরির কারণে অংশ নিতে পারেননি।
×