ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হতদরিদ্রদের গরু বিতরণ

প্রকাশিত: ০৩:৪৭, ২১ মার্চ ২০১৮

হতদরিদ্রদের গরু বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ মার্চ ॥ আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার হতদরিদ্র ২৫৫ নারীর মাঝে বিনামূল্যে গরু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম মঙ্গলবার বিকেলে উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দিনে ৩৫ জনের মাঝে একটি করে গরু দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এর এরিয়া প্রোগ্রাম অফিসার লিওবার্ট চিসিম। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্বাস আলী, প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন ও হতদরিদ্র পরিবারের সদস্য লিপি আখতার। করতোয়া রক্ষায় গণস্বাক্ষর স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ করতোয়া নদী রক্ষায় স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে ও সর্বস্তরের মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। মাসব্যাপী এই সংগ্রহে দুই লাখেরও বেশি মানুষের স্বাক্ষর গ্রহণ করা হবে। এরপর এই স্বাক্ষর সম্মিলিত দাবিনামার কাগজ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এমন ব্যতিক্রমী স্বাক্ষর সংগ্রহের আয়োজক বাংলাদেশ পরিবেশে আন্দোলনের (বাপা) বগুড়া জেলা শাখা। বাপা জানায়, করতোয়া নদী রক্ষায় সকল শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দিচ্ছে। বাপা সূত্র জানায়, ইতোমধ্যে নগরীর কেন্দ্রস্থল সাতমাথায় স্বাক্ষর সংগ্রহ শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়েছে। বুধবার বগুড়া সরকারী আজিজুল হক কলেজে স্বাক্ষর সংগ্রহ করা হবে। এরপর বগুড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এবং প্রতিটি মোড়ে অবস্থান নিয়ে স্বাক্ষর সংগ্রহ হবে।
×