ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৫৩, ২০ মার্চ ২০১৮

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার ইসদাইর এলাকায় সদর উপজেলা সংযোগ সড়কটি মেরামত ও জলাবদ্ধতামুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দা। সোমবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে দুর্দশাগ্রস্ত সড়কটির সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ থেকে সদর উপজেলা পর্যন্ত লিংক রোডটি গত বর্ষা মৌসুম থেকে এক বছর ধরে হাঁটুপানিতে তলিয়ে আছে। চলতি শুষ্ক মৌসুমেও এ অবস্থার কোন উন্নয়ন হয়নি। এছাড়া সড়কটির পার্শ¦বর্তী খাল ভরাট হয়ে যাওয়ায় ময়লা- আবর্জনা মিশ্রিত দূষিত পানি এই সড়কে জমে থাকা পানিতে মিশে যাওয়ায় এলাকাবাসী নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। প্রতিদিন এই সড়ক দিয়ে ফতুল্লা থানার পূর্ব ও পশ্চিম ইসদাইর, বুড়ির দোকান, সস্তাপুর, কোতোয়ালেরবাগসহ কয়েকটি এলাকার লক্ষাধিক মানুষ চলাচল করেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক ও অফিসগামী লোকজন সড়কটির এ দৈন্যদশার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।
×