ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরের জনকণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ০৬:৫২, ২০ মার্চ ২০১৮

লক্ষ্মীপুরের জনকণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর , ১৯ মার্চ ॥ দৈনিক জনকণ্ঠের লক্ষ্মীপুরের নিজস্ব সংবাদদাতা মহিউদ্দিন মুরাদকে প্রাণনাশের হুমকি দিয়েছে ভূমিদস্যু সন্ত্রাসীরা। এ বিষয়ে তিনি এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সদর উপজেলার বাঞ্চানগর ৬নং ওয়ার্ড নিবাসী ভূমিদস্যু সেলিম রেজাকে প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে অভিযোগ এনে সদর মডেল থানায় রবিবার রাতে একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আরও রয়েছে, শিমু, মম, রুমা আক্তার ও মুন্না। উল্লেখ্য, ভূমিদস্যু সেলিম রেজার নেতৃত্বে অর্ধশতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে তফসিল ১০ শতকের ভূমিটি দখলের চেষ্টাকালে ইতোপূর্বে আবুল খায়ের গং আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত উক্ত জমিতে স্টেটাস কো (অস্থায়ী নিষেধাজ্ঞা) জারি করেন। যা এখনও বলবৎ রয়েছে। যুগ্ম জজ ১ম আদালত উক্ত ভূমির ওপর এ আদেশ দেয়। এর আগে মুরাদের সেজো ভাই মফিজ উদ্দিন অসুস্থ হয়ে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে মারা যান। সম্প্রতি অপর ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ সুযোগে ভূমিদস্যু সেলিম অবৈধভাবে মূল্যবান জমিটি দখলের পাঁয়তারা শুরু করে। এদিন রবিবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবুল খায়ের গং (সাংবাদিক মুরাদের বড় ভাই) জমি থেকে আসামি সেলিমসহ তার সঙ্গীয় সন্ত্রাসীরা নারকেল ডাব পাড়ে এবং গাছ পালা কাটতে প্রস্তুতি নেয়। এ সময় সাংবাদিক তাদেরকে বাধা দিতে গেলে সেলিম রেজার সন্ত্রাসী অস্রসহ নিয়ে তেড়ে আসে এবং প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়। একই সময় মুরাদের ভাতিজা আবুল খায়েরের বড় ছেলে হেলাল তাকে সাহায্যে এগিয়ে আসলে তাকেও প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।
×