ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিহত পাইলট আবিদের স্ত্রী লাইফ সাপোর্টে

প্রকাশিত: ০৫:৫৫, ২০ মার্চ ২০১৮

নিহত পাইলট আবিদের স্ত্রী লাইফ সাপোর্টে

স্টাফ রিপোর্টার ॥ নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি পুরোপুরি কোমায় রয়েছেন। চিকিৎসকরা আফসানার জন্য সকলকে দোয়া করতে বলেছেন। রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিরাজী শফিকুল ইসলাম জানান, রবিবার রাত এগারোটার পর আরেকবার স্ট্রোকে আক্রান্ত হন আফসানা। এরপর তার আরেক দফা অপারেশন করা হয়। অপারেশন শেষে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থা জটিল। তিনি আশঙ্কামুক্ত নন। ডায়াবেটিস থাকার কারণে তার অবস্থা আরও জটিল হয়েছে। কর্তব্যরত চিকিৎসক উজ্জল কুমার মল্লিক জানান, আফসানার সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। সিঙ্গাপুরে পাঠানো হলেও তিনি একই চিকিৎসা পেতেন। তবে তার কিডনি সচল রয়েছে। তিনি বেঁচে আছেন। তবে তিনি কোমাতে রয়েছেন। আগামী ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাবে না। চিকিৎসক আবিদ সুলতানের স্ত্রীর জন্য সবাইকে দোয়া করতে বলেছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানার মাথার ডানপাশে রক্ত জমাট বাঁধার পর রবিবার সকালে জরুরী অপারেশন করা হয়। অপারেশন সফল হয়। তবে তিনি আশঙ্কামুক্ত নন। আফসানার আত্মীয়া শামীমা নার্গিস জানান, গত কয়েকদিন ধরে তিনি সুস্থই ছিলেন। রবিবার ভোরে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন শামীমাকে। বাসায় যাওয়ার পর দেখতে পান আফসানা কথা বলতে পারছেন না। হাত-পা নেতিয়ে পড়েছে। প্রথমে তাকে উত্তরার একটি ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন পাইলট আবিদ সুলতান। সোমবার আবিদসহ ২৩ জনের লাশ আনা হয়।
×