ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জবি শিক্ষার্থীদের সঙ্গে ফের ব্যবসায়ীদের সংঘর্ষ ॥ আহত ২০

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ মার্চ ২০১৮

জবি শিক্ষার্থীদের সঙ্গে  ফের ব্যবসায়ীদের  সংঘর্ষ ॥ আহত ২০

জবি সংবাদদাতা ॥ ফের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের সঙ্গে পাটুয়াটুলি ঘড়ি ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাটুয়াটুলির কয়েক হাজার ঘড়ি ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ও গাড়িতে ভাংচুর চালিয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এই ঘটনায় ২০ শিক্ষার্থী, পথচারী আহত হওয়াসহ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবেয়া ইলিয়াস মার্কেটের ৬০নং দোকান মক্কা ওয়াচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইদুর রহমান নামে এক শিক্ষার্থী ঘড়ি কিনতে যান। এ সময় দোকানের দেওয়ালে ঝোলানো কাঁচের শোকেস থেকে একটি ঘড়ি বের করেন সাইদুর। পরে ঘড়িটির দাম জানতে চান দোকানের কর্মচারীর কাছে। এতে চড়াও হন ওই কর্মচারী। এ সময় সাইদুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এক পর্যায়ে সাইদুরকে পিটিয়ে দোকান থেকে বের করে দেয়া হয়। এই ঘটনা তার কয়েক জন বন্ধু জানতে পেরে ওই দোকানে যান। বিষয়টি বুঝতে পেরে মারধরকারী ওই কর্মচারী দোকান থেকে সটকে পড়েন। পরে শিক্ষার্থীরা সটকে পড়া ওই কর্মচারীকে দোকানে হাজির করতে বলেন দোকানের বাকি সদস্যদের। এতে তারা আবারও চড়াও হয়ে সংঘবদ্ধভাবে তাদের ধাওয়া দিলে তারা ক্যাম্পাসে ফিরে এসে লাঠিসোটা নিয়ে এগিয়ে যান। এ সময় পাটুয়াটুলির ঘড়ি ব্যবসার প্রায় দুই হাজার মালিক, কর্মচারী এবং স্থানীয় লোকজন একত্রিত হয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালান। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে পড়লে ব্যবসায়ীরা রাবেয়া ইলিয়াস মার্কেট এবং নুরুল হক মার্কেটের ছাদ থেকে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক ভবন, কর্মচারী আবাসস্থল, বিজ্ঞান ভবনের জানালা, এসি এবং গাড়িতে ইটপাটকেল এবং লাঠিসোটা দিয়ে ব্যাপক ভাংচুর চালান। এতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী পথচারী ও কর্মচারী আহত হন। পরিস্থিতি চরম আকার ধারণ করলে কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান ও তার পুলিশ ফোর্স এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ঘড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল ইসলাম খান নবরাজ দৈনিক জনকণ্ঠকে বলেন, ছাত্ররা প্রায়ই এমন ঘটনা ঘটায়। তারা এক হাজার টাকা দামের জিনিস ৩শ’, ৪শ’ টাকায় নিয়ে যায়। কিছু বললে মারধর করে। তবে আজকের (রবিবার) এই ঘটনায় আমরা কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করব। এই বিষয়ে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা আমাদের প্রতিবেশী। তারাও এখানে থাকবে বিশ্ববিদ্যালয়ও এখানে থাকবে।
×