ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দল পাচ্ছে আজ অলরাউন্ডার সাকিবকে

প্রকাশিত: ০৬:২৪, ১৬ মার্চ ২০১৮

বাংলাদেশ দল পাচ্ছে আজ অলরাউন্ডার সাকিবকে

স্পোর্টস রিপোর্টার ॥ নিদাহাস ট্রফিতে গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আজ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হবে। ম্যাচটিতে জিততে পারলেই টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চিত করে নেবে বাংলাদেশ। এমন ম্যাচে বাংলাদেশ দল পাচ্ছে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি জানিয়েছে, নিদাহাস ট্রফিতে দলে যুক্ত হয়েছে সাকিব। বামহাতের কনিষ্ঠ আঙ্গুলে যে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়েছিল তা দূর হয়েছে। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবে সাকিব। সাকিব দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজ খেলবেনও। সাকিব থাকা মানেই হচ্ছে দলের শক্তিমত্তা বেড়ে যাওয়া। নিদাহাস ট্রফিতে শুরুতে সাকিবকে দলে রাখা হয়েছিল। কিন্তু চোট পুরোপুরি সেরে না ওঠায় টুর্নামেন্ট থেকে সাকিবকে সরিয়ে নেয়া হয়। সাকিব টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য কলম্বো দলের সঙ্গে সময় কাটিয়েছেন। এর আগে দেশে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করেছেন। তা না পেরে থাইল্যান্ডে গেছেন। সেখানেও যখন কোন গতি হয়নি। অস্ট্রেলিয়াতে গেছেন। এখন সাকিব সুস্থ। আর তাই টুর্নামেন্টে দলের সঙ্গে যোগও দিয়েছেন। হঠাৎ করেই দলে যোগ হলেন সাকিব। এ জন্য অবশ্য দলের সবাই প্রস্তুতই ছিলেন। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশই যেমন বলেছেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমরা আশা করছিলাম যে ওকে পাব। এখানে এসেছিলও, খেলতে পারেনি। তবে দলের অংশই ছিল। আমরা জানতাম যদি চোট কাটিয়ে উঠতে পারে, যদি সুযোগটা আসে, যে কোন সময়ই সাকিব ফিরবে। ফিট সাকিবকে দলে স্বাগত জানাতে আমরা প্রস্তুতই ছিলাম। সবাই জানতো। এটা নিয়ে বেশি ভাবনার কিছু দেখছি না।’ সাকিব টুর্নামেন্টে খেলতে পারবেন না। তা আগেই বলা হয়েছিল। কিন্তু এমন এক ম্যাচ সামনে যে ম্যাচে সাকিব না থাকা মানেই দল দুর্বল হয়ে পড়া। তা টুর্নামেন্টজুড়েই টের পাওয়া যাচ্ছে না। সাকিবের অভাব কেউ পূরণ করতে পারছেন না। টিম কম্বিনেশন সাজাতেই তো হিমশিম খেতে হচ্ছে। হঠাৎ করে সাকিবের দলে অন্তর্ভুক্তি তাই প্রশ্নও তুলে দিচ্ছে। তবে ওয়ালশ জানিয়েছেন, পুরো ফিট সাকিবকেই একাদশে রাখা হবে। ওয়ালশ বলেছেন, ‘আর যে কোন ক্রিকেটারের মতোই পর্যালোচনা করতে হবে ওর অবস্থা। দেখতে হবে যে খেলার মতো যথেষ্ট ফিট কিনা। যদি ফিট থাকে তাহলে ওর মতো একজন ক্রিকেটারকে বিবেচনা করতেই হবে। ওকে দেখার পরই আমরা বলতে পারব খেলতে পারবে কিনা।’ সঙ্গে যোগ করেছেন, ‘এর আগেও ও এসেছিল দলকে অনুপ্রাণিত করতে। আমরা আশা করছিলাম যে সে ফিট হয়ে আবার খেলতে আসতে পারবে। ওর চোট পরীক্ষা করানো হয়েছে, নেট সেশনও করেছে। এখানে আসার পর আবার অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব আমরা।’ সাকিবকে নিয়ে কোন সংশয়ের স্থান নেই বলেই জানালেন ওয়ালশ, ‘সংশয়ের জায়গা নেই। সে যদি খেলার মতো অবস্থায় থাকে তাহলে আমরা বসে সিদ্ধান্ত নেব দলের জন্য কোনটি ভাল হবে। যেটাই করি না কেন, বাংলাদেশের ক্রিকেটের ভালর স্বার্থেই করা হবে। কেবল ফিট হলেই ওকে বিবেচনা করা হবে। সংশয়ের কিছু নেই।’ সাকিব একাদশে যোগ হয়ে এখন দলকে জেতাতে পারলেই হয়। তাহলেই বাংলাদেশের ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে।
×