ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজ আটক

প্রকাশিত: ০৬:২৫, ১৫ মার্চ ২০১৮

চাঁদাবাজ আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ যানবাহনে চাঁদাবাজির সময় ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে প্রধান সড়কের খুরুশকুল রোডের মাথায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজ রিয়াজ উদ্দিন ও ফরিদুল আলমকে হাতেনাতে ধরে ফেলে। জানা গেছে, শহরের খুরুশকুল রোডে গত কয়েকমাস ধরে সাজ্জাদ হোসেন শুভ নামের এক বখাটের নেতৃত্বে বিভিন্ন যানবাহন থেকে জোরকরে চাঁদাবাজ সিন্ডিকেট যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল। মঙ্গলবার সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে শুভ সিন্ডিকেটের রাকিব ও শাকিব নামে ২ চাঁদাবাজকে আটক করার একদিনের মাথায় আরও দুইজনকে আটক করে পুলিশ। শোক র‌্যালি রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোঃ ইমাম হাসানসহ নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক র‌্যালি করেছে পঞ্চগড় জেলা সমিতি। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, নেপালে বিমান দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ ঘটনা। এই দুর্ঘটনায় আমরা পঞ্চগড় জেলার এক কৃতী সন্তান হাসান ইমামকে হারিয়েছি। তার চলে যাওয়া আমাদের জন্য কষ্টদায়ক। খবরে বলা হচ্ছে, বৈমানিক ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগের বিভ্রান্তির কারণে এতবড় দুর্ঘটনা ঘটেছে। ঘটনা যাই হোক না কেন, এই ঘটনায় আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি।
×