ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালে সাংবাদিক নির্যাতন

আট ডিবি পুলিশ ক্লোজড ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৬:২৪, ১৫ মার্চ ২০১৮

আট ডিবি পুলিশ ক্লোজড ॥ তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহানগর গোয়েন্দা পুলিশের আট সদস্য কর্তৃক সাংবাদিক সুমন হাসানকে হাতকড়া পরিয়ে নির্যাতনের ঘটনায় ডিবি পুলিশের আট সদস্যকে মঙ্গলবার রাতে ক্লোজ করা হয়েছে। এছাড়াও তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ। মঙ্গলবার রাতে সাংবাদিককে নির্যাতনের ঘটনায় ডিবি পুলিশের টিমে থাকা ডিবির এসআই আবুল বাশার, এএসআই আক্তার হোসেন, স্বপন, কনস্টেবল রাশেদ, হাসান, রহিম, সাইফুল ইসলাম ও মাসুদকে ক্লোজ করে লাইনে সংযুক্ত করা হয়েছে। এদিকে সাংবাদিককে নির্যাতনের ঘটনায় বরিশালের সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহত সাংবাদিক সুমন হাসানকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রমতে, মঙ্গলবার দুপুরে নগরীর দক্ষিণ চকবাজারের পুরাতন বিউটি হলের সামনের একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। খবর পেয়ে সাংবাদিক সুমন হাসান ডিবি পুলিশের সদস্যদের কাছে নিজের পরিচয় দিয়ে অভিযান সম্পর্কে জানতে চায়। সাংবাদিক পরিচয় পেয়ে ক্ষিপ্ত হয়ে ডিবির আট সদস্য মিলে সুমনকে বেধড়ক মারধর করে অ-কোষ চেপে ধরে। এতে সুমন অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে ডিবি কার্যালয়ে গিয়ে জ্ঞান ফিরলে সুমনের হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুনরায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। মাদারীপুরে প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, বরিশাল মহানগর ডিবি পুলিশ বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন সুমন হাসানের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। বুধবার বেলা ১২টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়। জেলার প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইনের সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা সুমন হাসানের ওপর নির্যাতনকারী ৮ পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ডিবিসি নিউজ চ্যানেলের মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসসের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪’এর সাংবাদিক বেলাল রিজভী, চ্যানেল২৪’এর সাংবাদিক সাগর হোসেন তামিম, সময় টিভির স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার প্রমুখ।
×