ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিরো লাইনে আশ্রিত রোহিঙ্গাদের আসার পাঁয়তারা ॥ আজ ফের যৌথ টহল

প্রকাশিত: ০৫:৩১, ১৪ মার্চ ২০১৮

জিরো লাইনে আশ্রিত   রোহিঙ্গাদের আসার  পাঁয়তারা ॥ আজ  ফের যৌথ টহল

চট্টগ্রাম অফিস/স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে জিরো লাইনে অবস্থান নেয়া অবশিষ্ট তিন সহস্রাধিক রোহিঙ্গার কোন কূলকিনারা এখনও হয়নি। মূলত সেখানে অবস্থান নিয়েছিল ৬ সহস্রাধিক। মিয়ানমার পক্ষ তাদের জিরো লাইন থেকে নিজেদের অভ্যন্তরে ফিরিয়ে নেয়ার কথা দিয়েছিল বাংলাদেশ পক্ষকে। কিন্তু নেয়নি। বর্তমানে এসব রোহিঙ্গা যে কোন ফাঁকফোকরে পালিয়ে আসতে তৎপর হয়েছে। এ অবস্থায় আজ আবারও নাফনদীতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমারের বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) যৌথ টহল দেবে। টেকনাফ বিওপি দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৫ হতে বিআরএম-৭ পর্যন্ত এ যৌথ টহল অনুষ্ঠিত হবে। এদিকে সীমান্তের ওপারের সূত্রগুলো জানিয়েছে, জিরো লাইনে অবস্থানকারী রোহিঙ্গাদের স্বাভাবিক অবস্থায় অবনতি ঘটেছে।
×