ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণধোলাইয়ে ডাকাত সরদার নিহত

প্রকাশিত: ০৪:৩৪, ১৪ মার্চ ২০১৮

গণধোলাইয়ে ডাকাত সরদার নিহত

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১৩ মার্চ ॥ পাথরঘাটায় গ্রামবাসীর গণধোলাইয়ে ডাকাত সরদার ও জলদস্যু বেল্লাল (৪৫) নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালমেঘা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ কুপধন গ্রামের এ ঘটনা ঘটে। ডাকাত নিহতের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলে ৫ শতাধিক গ্রামবাসী গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কাউনচুর হাট বাজারে আনন্দ মিছিল করে। ডাকাত সরদার বেলাল ওই এলাকার আমির সরদারের ছেলে। বেলালের বিরুদ্ধে পাথরঘাটা থানায় ডাকাতি ও হত্যাসহ ৭টি মামলা রয়েছে। পাথরঘাটা থানার ওসি মোল্লা মোঃ খবির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানান, নিজ বাড়ি থেকে বেল্লালকে ধাওয়া করে ৩ সহস্রাধিক গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। পুলিশ খবর পেয়ে জনতার হাত থেকে বেলাল ডাকাতকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হলে সাড়ে ৮টার দিকে তিনি মারা যায়। সাগরের জলদস্যু তালিকায়ও বেল্লালের নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
×