ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপ মাতাবে নেইমার

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ মার্চ ২০১৮

রাশিয়া বিশ্বকাপ মাতাবে নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের এখনও পাক্কা তিন মাস বাকি। তবে আগে থেকেই তারকাদের ইনজুরির মিছিল শুরু হয়েছে। নেইমার ইতোমধ্যে বাইরে, হ্যারি কেনও ছিটকে গেছেন। দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সার্জিও এ্যাগুয়েরো। তবে ইনজুরি আক্রান্ত ব্রাজিলিয়ান তারকা নেইমার রাশিয়া বিশ্বকাপ মাতাবে বলে মনে করছেন সাবেক সেলেসাও তারকা রোনাল্ডো। অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার এ্যাগুয়েরো। ফলে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। এমনকি আর্জেন্টিনার হয়ে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচটিও মিস করতে পারেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের এ্যাকাউন্টে ইনজুরিতে পড়ার খবর জানান এ্যাগুয়েরো। সেখানে তিনি লেখেন, অনুশীলনের সময় আমি বাঁ পায়ের হাঁটুতে একটু অস্বস্তি বোধ করছিলাম। ক্লাব চিকিৎসক আমাকে বলেছে আমি দুই সপ্তাহের ভেতরেই আবার মাঠে ফিরে আসতে পারব। এখন পুরো সুস্থ হওয়ার অপেক্ষায়। পুরো মৌসুমেই অসাধারণ খেলে যাচ্ছেন এ্যাগুয়েরো। ২০১৭-১৮ মৌসুমে সিটির হয়ে করেছেন ৩০ গোল। ২০১৮ সালেই করেছেন ১৫ গোল যার ভেতর ৯টিই প্রিমিয়ার লীগে। এদিকে নেইমারের ইনজুরিতে এখন চিন্তিত পুরো ব্রাজিল ও দলটির ভক্ত-সমর্থকরা। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপ খেলতে পারবেন তো। বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠুক, বিশ্বকাপে খেলুক এটা চাচ্ছেন ব্রাজিলের সাবেক তারকা রোনাল্ডো। তার নিজেরও প্রায় একই অভিজ্ঞতা হয়েছিল ২০০২ বিশ্বকাপের আগে। এ কারণে সাবেক বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্বকাপে শতভাগ ফিট পাওয়া যাবে কি না তা নিয়ে চিন্তিত ছিল সবাই। সেই অভিজ্ঞতার আলোকেই নেইমারকে পরামর্শ দিয়েছেন ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা। রোনাল্ডো বলেন, নেইমারের এই মুহূর্তে সবচেয়ে জরুরী হলো নিজের সুস্থতার দিকে নজর দেয়া। নিজের ওপর চাপ তৈরি করে এমন কিছুকে অবশ্যই তার ধারে-কাছে ঘেঁষতে দেয়া উচিত নয়। তিনি খুব আশাবাদী, নেইমার সময়মতো সুস্থ হয়ে উঠবেন। এ প্রসঙ্গে বলেন, আমি নিশ্চিত আমার চেয়েও সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং অবশ্যই বিশ্বকাপে খেলবে। শুধু নেইমারের সুস্থতা কামনাই নয়, ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার আশাবাদী, রাশিয়া বিশ্বকাপ থেকে ভাল কিছু নিয়েই ফিরতে পারবে তার দল। এ প্রসঙ্গে তার ভাষ্য, ব্রাজিল দল সম্পর্কে আমার অনুভূতিটা খুবই ইতিবাচক। তারা খুবই কঠিন সময় পার করে এসেছে। তবে গত কয়েক বছর তারা খুব ভাল কাজ করে যাচ্ছে। কঠিন পরিশ্রমও করছে। একই সঙ্গে দারুণ আত্মবিশ্বাসও জন্ম নিয়েছে তাদের। নেইমারের ইনজুরি পুরোপুরিই দুর্ভাগ্যজনক। তবে আমি নিশ্চিত, সে সময় মতোই ফিরবে এবং বিশ্বকাপে খেলবে।
×