ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমনায় তরুণী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২৫, ১৩ মার্চ ২০১৮

 রমনায় তরুণী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রমনায় এক তরুণী গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর রমনায় সুরমা (২০) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছে। রবিবার গভীররাতে পুলিশ রমনার বেইলি রোডের বেরি রিচ ভবনের কিউ-৭ ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। নারীর লাশ উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুদিপ জানান, সুরমা ওই বাসার গৃহকর্মীর কাজ করতেন। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে সুরমার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক দুঘর্টনায় বৃদ্ধার মৃত্যু ॥ রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় বাসের ধাক্কায় রেনু বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের স্বামীর নাম মৃত মোতালেব ব্যাপারী। গ্রামের বাড়ি বিক্রমপুর- মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায়। তিনি ছেলের সঙ্গে রাজধানীর কদমতলী ছাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় থাকতেন। নিহতের ছেলে জানান, গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে আমার সঙ্গে কদমতলীর বাসার দিকে যাচ্ছিলেন মা। সাইনবোর্ড এলাকায় বাস থেকে নামেন তারা। এ সময় স্ত্রী রিক্সা নিলেও রেনু বেগম কোমরের ব্যাথার কারণে হেঁটেই রওনা দেন। তিনি জানান, বাসার পৌঁছানোর পর বেশকিছু সময় পেরিয়ে গেলেও মা রেনু বেগম বাসায় পৌঁছাননি। পরে মাকে খুঁজতে বের হই। তিনি সাইনবোর্ড এলাকায় গিয়ে জানতে পারেন, একটি ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। পরে গিয়ে মাকে রেনু বেগম দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। পরে মাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×