ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৩:৫৫, ১২ মার্চ ২০১৮

 রূপগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে  নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১১ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে লিজা আক্তার নামে এক গৃহবধূর ওপর নির্যাতন চালিয়েছে। শনিবার রাতে উপজেলার বরুনা এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। গৃহবধূ লিজা আক্তার উপজেলার মাঝিনা নদীরপাড় এলাকার গোলজার হোসেনের মেয়ে। নির্যাতিত গৃহবধূ লিজা আক্তার জানান, গত ৭ বছর পূর্বে তার সঙ্গে বরুনা এলাকার মাহমুদুল্লাার ছেলে জুয়েল মিয়ার বিয়ে হয়। তাদের কোলজুড়ে একটি মেয়ে সন্তান হয়। সন্তান জন্মের পর থেকেই তার বাপের বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে স্বামী জয়েল মিয়া। বিয়ের পর দেড় লক্ষ টাকা তার স্বামীকে দেয়া হয়। এর কিছুদিন পরে লিজা আক্তার জানতে পারে তার স্বামী মাদকাসক্ত। লিজা আক্তার প্রায়ই তার স্বামীকে মাদক সেবন করতে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত শনিবার রাতে তার স্বামী মাদক সেবন করে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে আবারও তার বাপের বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য তার স্ত্রীকে চাপ দেয়। এ সময় তার স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে বাড়ি থেকে বের করে দেয়।
×