ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ছাদ ধসে আহত ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫২, ১২ মার্চ ২০১৮

ফরিদপুরে ছাদ ধসে আহত ছাত্রের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১১ মার্চ ॥ স্কুল ভবন সংলগ্ন পরিত্যক্ত কমিউনিটি হলের ছাদ ধসে আহত পঞ্চম শ্রেণীর ছাত্র শহীদুল ফকির (১১) মারা গেছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে। সকালে বাড়ি থেকে খেয়ে স্কুলে গিয়েছিল পঞ্চম শ্রেণীর শহীদুল ফকির। কিন্তু জীবিত অবস্থায় সে বাড়িতে ফিরতে পারেনি। স্কুল সংলগ্ন একটি ভবন ধসের ঘটনায় সে আহত হয়। দুপুর দেড়টার দিকে ঘটে এ ঘটনা ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের লোহারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের লোহারটেক গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী উজ্জ্বল ফ কিরের ছেলে শহীদুল ফকির। সে স্থানীয় লোহারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। দুই ভাই ও এক বোনের মধ্যে শহীদুল বড়। গত শনিবার দুপুর দেড়টার দিকে স্কুলের মধ্যাহ্ন বিরতির সময় স্কুল ভবন সংলগ্ন পরিত্যক্ত ও ভগ্নপ্রায় একটি কমিউনিটি হলরুমের ছাদ ধসে পড়ার ঘটনায় আহত হয় শহীদুল ও উজ্জ্বল ব্যাপারি নামে পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থী। এ ঘটনার পর ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে রবিবার সকাল সাড়ে আটটার দিকে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মারা যায় সে। রবিবার দুপুরে ঢাকা থেকে একটি এ্যাম্বুলেযোগে শহীদুলের লাশ লোহারটেক গ্রামের লোহারটেক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসা হয়। পরে তার লাশ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় শহীদুলের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। শহীদুলের মা ইয়াসমিন বেগম (৩৫) আহাজারি করে বলতে থাকেন, আমার শহীদুল সঠিক চিকিৎসা পায়নি। ও ফরিদপুর তাকলেই আমি বাঁচাতে পারতাম। ঢাকায় ঘুরতে ঘুরতে সময় চলে গেছে কিন্তু চিকিৎসা পায়নি।
×