ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেই গোলের পর ঘুমাতে পারেননি রবার্তো

প্রকাশিত: ০৭:২২, ১০ মার্চ ২০১৮

সেই গোলের পর ঘুমাতে পারেননি রবার্তো

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম লেগে ৪-০ গোলে হার! চ্যাম্পিয়ন্স লীগ থেকে বার্সিলোনার বিদায় নিশ্চিত দেখে ফেলেছিল অনেকেই। কোয়ার্টার ফাইনালে যেতে হলে গড়তে হবে নতুন ইতিহাস। দ্বিতীয় লেগে পিএসজিকে হারাতে হবে কমপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে এ যাবতকালে যা দেখা যায়নি তাই করে দেখানোর লক্ষ্য নিয়ে পিএসজির মুখোমুখি হয় বার্সিলোনা। সেই ম্যাচেই নতুন রূপকথার জন্ম দেয় স্পেনের জায়ান্ট ক্লাবটি। সেই ম্যাচে বার্সিলোনা ৬-১ গোলে হারায় প্যারিস জায়ান্টদের। অসম্ভবকে সম্ভব করে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে বার্সিলোনা। ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে বার্সাকে কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সার্জি রবার্তো। সেই গোল করার পরের রাতটা কেমন ছিল তার? প্রায় এক বছর পর সেই ম্যাচে করা গোলটির অনুভূতি প্রকাশ করলেন সার্জি রবার্তো। বার্সিলোনার ক্লাব মিডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে রবার্তো বলেন, ‘সেই গোল করার পর রাতে ঘুমাতে পারিনি আমি। এমন একটা গোল করতে পেরে আমি খুব খুশি ছিলাম। কেননা, এই গোলের জন্য মানুষ আমাকে সবসময়ই মনে রাখবে।’ ইতিহাসে নাম লেখানোর সুযোগ এবারও হাতছানি দিচ্ছে সার্জি রবার্তোকে। কেননা এবারও যে বার্সিলোনার সামনে শেষ ষোলোর বাধা পার হওয়ার অগ্নিপরীক্ষা। প্রথম লেগে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মেসি-ইনিয়েস্তারা। তাই ন্যুক্যাম্পে দ্বিতীয় লেগের ম্যাচে গোল করতে পারলেই যে আবারও নায়কের ভূমিকায় অবতীর্ণ হবেন কাতালানদের এই স্প্যানিশ মিডফিল্ডার।
×