ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেরোবির সাবেক ভিসির দুর্নীতির তদন্ত শুরু

প্রকাশিত: ০৭:০৩, ১০ মার্চ ২০১৮

 বেরোবির সাবেক  ভিসির দুর্নীতির  তদন্ত শুরু

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৯ মার্চ ॥ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ড. একেএম নূর উন নবীর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্রাদি চেয়ে বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পত্র প্রেরণ করেছেন দুর্নীতি দমন কমিশনের সম্মিলিতি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। চিঠিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ড. একেএম নূর উন নবীর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কাগজ পত্র ২০ মার্চ-এর মধ্যে প্রেরণের অনুরোধ জানানো হয়েছে। দুুদক সূত্র জানায়, তলবকৃত রেকর্ডপত্রের তালিকায় রয়েছে, আপ্যায়ন খাতের বিল ভাউচার, টিএ/ডিএ খাতের বরাদ্দ ও উত্তোলনের ভাউচার, ভ্রমণসূচী, উপাচার্য পদের বাইরে দায়িত্বপালনকারী পদের বিবরণ, ৪৫তম সিন্ডিকেট বৈঠকের রেজুলেশনের কপি, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম-এর নিয়োগের প্রয়োজনীয় কাগজপত্র, তার সময়ে রেজিস্ট্রার পদে দায়িত্বপ্রাপ্তদের তালিকা, পরিবহন জ্বালানি খাতের ব্যয়ের তালিকা, ২০১৩-২০১৭ পর্যন্ত ভর্তি পরীক্ষায় গৃহীত টাকার পরিমাণসহ প্রয়োজনীয় দলিলাদি। উল্লেখ্য, গত বছরের ৫ মে উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর উন নবীর ৪ বছর মেয়াদ শেষ হয়।
×