ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ছাত্রলীগের সম্মেলন প্রত্যাশীদের ওপর বিরোধীদের হামলা

প্রকাশিত: ০৬:০২, ১০ মার্চ ২০১৮

ঢাবিতে ছাত্রলীগের সম্মেলন প্রত্যাশীদের ওপর বিরোধীদের হামলা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সম্মেলন প্রত্যাশী ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে সম্মেলন বিরোধী অংশের নেতাকর্মীরা। ‘সম্মেলন চাস’ বলেই শুক্রবার ঢাকা বিশ^বিদ্যালয়ের মল চত্বর এলাকায় এই হামলা চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হামলায় সম্মেলন প্রত্যাশী ছাত্রলীগের তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মিশকাত, স্যার এ এফ রহমান হলের সাগর ও সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন। এদের মধ্যে সাগর ও মিশকাত গুরুতর আহত হয়েছেন। আহত সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কামাল উদ্দিন জনকণ্ঠকে বলেন, দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে সূর্যসেন হল থেকে আমি মিশকাত ও সাগর বের হই। হলে গেটে এসে দেখি ২৫-৩০ জন দাঁড়িয়ে আছে। আমরা হল গেট থেকে বের হলে তারাও আমাদের পেছনে পেছনে আসছিল। মিশকাত এভাবে অনুসরণ করার কারণ জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে তারা সম্মেলন চাস বলে মারধর শুরু করে। মারধরকারীরা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম সরোয়ারের সঙ্গে বেয়াদবি করিস এবং কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন-এর বিরোধিতা করিস বলে মারতে থাকে। তারা ইট দিয়ে মিশকাত ও সাগরের মাথায় আঘাত করেন বলেও জানান কামাল। অভিযোগের বিষয়ে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম সরোয়ার বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করব। যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান জনকণ্ঠকে বলেন, ছাত্রলীগ সব সময় বিশৃঙ্খলার বিরুদ্ধে। যারা বিশৃঙ্খলা করে ছাত্রলীগের সুনাম ক্ষুণœ করতে চায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
×