ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাবেক চেয়ারম্যানের মামলায় বর্তমান চেয়ারম্যান জেলে

প্রকাশিত: ০৪:২৩, ৯ মার্চ ২০১৮

সাবেক চেয়ারম্যানের  মামলায় বর্তমান  চেয়ারম্যান জেলে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়া মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস চৌধুরীর ওপর হামলা এবং তার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিও একই ইউপির বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা শরাফত উল্লাহ ওয়াসিমসহ ১০ আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম তৌফিক আজিজ এ আদেশ দেন। জানা গেছে, ইউনুস চৌধুরীর ওপর হামলা এবং তার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলার প্রধান আসামি ও উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ওয়াসিমসহ জয়নাল, লিটন, মানিক ও জিয়াবুল, শাহাবুদ্দিন, মইন উদ্দিন, ওবায়েদ উল্লাহ, নুর মোহাম্মদ মাদু, জসিম, সাকের উল্লাহ ও নুর মোহাম্মদসহ মোট ১৫ আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় উচ্চ আদালত। বৃহস্পতিবার এদের মধ্যে ১০ আসামি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। একইসঙ্গে আদালতে হাজির না হওয়ায় লিটন, মানিক ও জিয়াবুল নামে তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
×