ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেলদুয়ারে ৪০ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকশূন্য

প্রকাশিত: ০৪:১৫, ৯ মার্চ ২০১৮

দেলদুয়ারে ৪০ প্রাথমিক  বিদ্যালয় প্রধান  শিক্ষকশূন্য

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৮ মার্চ ॥ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো এখন ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে। উপজেলায় ৯৯টির মধ্যে ৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই। চলছে ভারপ্রাপ্ত দিয়েই শিক্ষাদানসহ প্রশাসনিক কার্যক্রম। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘিœত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। দেলদুয়ার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৯৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪০টি বিদ্যালয়েই প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। বিদ্যালয়গুলো হলো- কুচতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আবাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুশুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গজিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৌশা কাঁঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মম খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাতুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শৈল কুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শশী নাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিশ্বাস বাথুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়, আরমৈাষ্টা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বর্ণী উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোপাখী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধানকী মহেড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাদতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর আব্দুল গনি সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলহাজ আব্দুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়, লালহাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোমজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফাজিলহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। দাড়িয়াপুর কায়েম উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডুবাইল জাগরণী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলসা কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাতশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়মৈাষ্টা সালেহা বানু সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুন্সিনগর টি এস সরকারী প্রাথমিক বিদ্যালয়, নীজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বারপাখিয়া রথিন্দ্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিঞ্চপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেতবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডুবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেংবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিংহরাগী মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেংগুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বার কুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেলুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কসবা আটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাচুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, অলোয়া তারিনি সরকারী প্রাথমিক। এসব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে শিক্ষাদান ও প্রশাসনিক কাজকর্ম। সহকারী শিক্ষকদের দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে অতিরিক্ত দায়িত্ব থাকায় তারা প্রায় দিন নানা অজুহাতে উপজেলা সদরে দাফতরিক কাজে আসে ও ব্যস্ত থাকেন। আর এতে করে ওইসব প্রধান শিক্ষকবিহীন বিদ্যালয়সমূহে কোমলমতি ছাত্রছাত্রীদের পড়াশুনার বিঘিœত হচ্ছে এমন অভিযোগ অনেক অভিভাবকের। এ বিষয়ে দেলদুয়ার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, প্রধান শিক্ষকদের পদশূন্য বিদ্যালয়গুলোর তালিকা করে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।
×