ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৬:২৬, ৮ মার্চ ২০১৮

নাটোরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা  নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ মার্চ ॥ নাটোরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম নামে একজন কো-অপারেটিভ ব্যাংকের ফিল্ড অফিসার নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর কারবালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (৪৪) নাটোর মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ফিল্ড অফিসার এবং চাপাইনবাবগঞ্জ জেলার কানসাট পৌর এলাকার মোজাম্মেল হকের ছেলে । জানা যায়, অফিসিয়াল কাজে রবিউল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বনপাড়া যাচ্ছিলেন। পথে আহম্মেদপুর কারবালা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এসময় পিছন দিক থেকে আসা অপর একটি ট্রাক রবিউলকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। . সাতক্ষীরায় দুই স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দশম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান (১৫) ও অপর এক ট্রাকচাপায় কলারোয়ায় আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে কালিগঞ্জের ভাড়াশিমলা মোড়ে এবং ভোর ৫টার দিকে কলারোয়ার বাবুলখালি বাজারে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র মিজানুর রহামান কুশলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের আব্দুল আলিম গাজীর ছেলে ও ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। অপর নিহত আব্দুল্লাহ কলারোয়া উপজেলার উত্তর ক্ষেত্রপাড়ার মোঃ বাবলুর ছেলে। . ঠাকুরগাঁওয়ে নানি নাতনি নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, জেলার পীরগঞ্জ উপজেলায় বুধবার থ্রি-হুইলার (পাগলু) উল্টে গিয়ে নানি ফজিলা খাতুন (৬০) ও নাতনি কবিতা (৬) নামে দু’জন নিহত এবং আরও ছয় জন আহত হয়েছে। সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ-কাতিহার পাকা সড়কে বেগুনগাঁও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। নানি ফজিলা খাতুন জেলার রানীশংকৈল উপজেলায় শ্রমিকের কাজ করতো এবং নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ি যাচ্ছিল। স্থানীয়রা জানান, সকালে রানীশংকৈল থেকে যাত্রী বোঝাই একটি থ্রি-হুইলার পীরগঞ্জে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বর্ণিত দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। . সাভারে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় যাওয়ার পথে বাসের ভিতর থেকে জানালা দিয়ে মাথা বের করার সময় গাছের সাথে ধাক্কা খেয়ে শাকিল মিয়া (১৬) নামের দশম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ধামরাইয়ের দেপাশাই এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুরে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে করে দেপাশাই গ্রামের স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ঢাকায় যাওয়ার জন্য রওয়ানা দেয়। এক পর্যায়ে সে চলন্ত বাসের ভিতর থেকে মাথা বের করলে একটি গাছের সঙ্গে তার মাথা লেগে ফেটে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। . কক্সবাজার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, শহরে টমটম উল্টে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্য এম সরওয়ার কামাল নিহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের ডায়াবেটিকস পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এম সরওয়ার কামাল পৌর এলাকা সমিতিপাড়ার বাসিন্দা ও কক্সবাজার দুর্নীতি দমন কমিশনের সদস্য।
×