ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সালিমুল হক কামালের আপীল গ্রহণ করেছে হাইকোর্ট, অর্থদন্ড স্থগিত

প্রকাশিত: ০৫:৩১, ৮ মার্চ ২০১৮

সালিমুল হক কামালের আপীল গ্রহণ করেছে হাইকোর্ট, অর্থদন্ড স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছরের দন্ডাদেশ প্রাপ্ত মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের আপীল হাইকোর্ট শুনানির জন্য গ্রহণ করেছে। একই সঙ্গে আপীল গ্রহণ করে নিম্ন আদালতের দেয়া অর্থদন্ড স্থগিত করেছে। আপীলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এই আদেশ প্রদান করেন। এ সময় দুদকের পক্ষে এ্যাডভোকেট খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ছিলেন। আসামি পক্ষে ছিলেন শাহ মনজুরুল হক। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার নথি রবিবার হাইকোর্ট পৌঁছাতে পারে। আদালতের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (বারের) নির্বাচনে এ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ ঘোষণার ১৬ ঘণ্টা পার না হতেই বিদ্রোহী অপর একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপীলের সঙ্গেই কামালের আপীলের শুনানি হবে বলে আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে সালিমুল হকের অন্যতম আইনজীবী পলাশ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ‘রায়ের বিরুদ্ধে সালিমুল হক কামালের আপীলটি শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। এখন আমরা জামিনের আবেদন করব। গত ৮ ফেব্রুয়ারি এ মামরার রায়ে পাঁচ বছরের দ-প্রাপ্ত খালেদা জিয়ার আইনজীবীরা ২০ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপীল করেন। পরে ২২ ফেব্রুয়ারি খালেদার আপীল শুনানির জন্য গ্রহণ করে আদালত খালেদার অর্থদন্ড স্থগিত করে বিচারিক আদালতের নথি তলব করে। আদেশের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে মামলার নথি পাঠাতে বলা হয় আদেশে। ওই নথি পৌঁছানোর পরই তার জামিন প্রশ্নে আদেশ দেবে হাইকোর্ট। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদন্ড দেয়া হয়। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশী ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে। বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্যানেল ॥ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (বারের) নির্বাচনে এ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ ঘোষণার ১৬ ঘণ্টা পার না হতেই বিদ্রোহী অপর একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের এ বিদ্রোহী প্যানেল বুধবার বিকেলে ‘মনোনয়ন বঞ্চিতের’ অভিযোগ এনে পাল্টা ওই প্যানেল ঘোষণা করে। আইন, বিচার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পাল্টা (বিদ্রোহী) প্যানেল ঘোষণা করা হয়। এর আগে বুধবার দুপুরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হন কয়েকজন। মঙ্গলবার রাতে ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ ঘোষণা করা হয়।
×