ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় বাসচাপায় চার যাত্রী নিহত ॥ আহত ৫

প্রকাশিত: ০৬:৩৭, ৭ মার্চ ২০১৮

কুষ্টিয়ায় বাসচাপায় চার যাত্রী নিহত ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ মার্চ ॥ কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় নারীসহ মাহেন্দ্রের চার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর ১১ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার লাঙ্গলবাদ গ্রামের মোনায়েম (৪৮), কুষ্টিয়া সদর উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের আজিরন (৪৫) ও মনোহর বিশ্বাস (৭০)। পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ঝিনাইদহের দিকে যাওয়ার পথে এসবি সুপার ডিলাক্সে পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার লক্ষীপুর ১১ মাইল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। নান্দাইলে দুই স্কুলছাত্রী সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, উপজেলা এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। তিন স্কুলছাত্রীই নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে পৌর এলাকার ঝালুয়া চাটাইকলের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামের খুকন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার (সুনিয়া) ও একই এলাকার কিতাব আলীর মেয়ে কুলসুম আক্তার। আহত ছাত্রী জিয়াউর রহমানের মেয়ে শিল্পী আক্তার। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী ও নান্দাইল হাইওয়ে থানার ইনচার্জ মামুন রহমান জানান, নিহতরা নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার ছাত্রী। সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে ইজিবাইকযোগে বিদ্যালয়ে যাওয়ার সময় নাম্বারবিহীন একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। অপর জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত বলে ঘোষণা করে। নেত্রকোনায় চালক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা থেকে জানান, জেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের রায়পুর নামক স্থানে সোমবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির। তিনি কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে। অপরদিকে আহত একই উপজেলার তাম্বুলিপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিহত হুমায়ুন কবির ও জাহাঙ্গীর হোসেন সোমবার রাত দুইটার দিকে মোটরসাইকেলযোগে মাস্কা গ্রামের লেংটা ফকিরের মাজারের ওরস থেকে বাড়ি ফিরছিলেন। কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের রায়পুরে মদন থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক হুমায়ুন কবির ঘটনাস্থলেই মারা যান এবং জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হন। নরসিংদীতে শিক্ষিকা স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, রায়পুরা-নরসিংদী সড়কের বাদুয়ারচরে ট্রাকচাপায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অপর দুই যাত্রী গুরুতর আহত হয়। মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচরে এ ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষিকা ফাতেমাতুজ যোহরা মুক্তা (২৮) পঞ্চবটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও বাদুয়ারচর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। এ ঘটনায় আহত অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ঘটনার দিন স্কুলশিক্ষিকা রায়পুরা উপজেলা সদরে প্রাথমিক ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাতক ট্রাকটি অটোরিক্সাকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় আরশীনগর সিএনজি স্টেশনে ট্রাকটিকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়। এ সময় স্থানীয় আরশীনগর সিএনজি স্টেশনে নিহতের স্বজনরা গাড়ি চলাচলে বাধা দিতে চাইলে শ্রমিক ইউনিয়ন ও তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
×