ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যাত্রী দুর্ভোগ

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম ॥ রেলপথ অবরোধ

প্রকাশিত: ০৬:১৯, ৫ মার্চ ২০১৮

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম ॥ রেলপথ অবরোধ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৪ মার্চ ॥ নাঙ্গলকোটে আব্দুর রাজ্জাক সুমন নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ২ ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এ রেলপথের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। রবিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। আহত আব্দুর রাজ্জাক সুমন নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং পৌর এলাকার খাটাচো গ্রামের আবদুল্লাহর ছেলে। জানা যায়, ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক সুমন রবিবার দুপুরের দিকে নাঙ্গলকোট উপজেলা সদরের বাজারের একটি রেস্টুরেন্টে ঢোকেন। এ সময় কয়েক দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে ওই রেস্টুরেন্টে প্রবেশ করে তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নাঙ্গলকোট পৌরবাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে বিকেল ৪টা থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট স্টেশন এলাকা অবরোধ করে রাখে। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ও সাগরিকা ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনে এবং লাকসামে পাহাড়িকা, হাসানপুরে মহানগর গোধূলী ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া ঘটনার পর নাঙ্গলকোট বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হলে ব্যবসায়ীরা সব দোকান-পাট বন্ধ করে দেন।
×