ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কোটি টাকার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৬:১৩, ৫ মার্চ ২০১৮

চট্টগ্রামে কোটি টাকার ইয়াবা  উদ্ধার ॥  গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে অন্তত কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। গ্রেফতার করা হয়েছে এক মাদক বিক্রেতাকে। শনিবার রাতে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্র জানায়, কয়েকজন মাদক বিক্রেতা কক্সবাজারের টেকনাফ হতে বিপুল পরিমাণ ইয়াবা বহন করে চট্টগ্রাম শহরের দিকে আসছে র‌্যাবের একটি টিম মইজ্যারটেক এলাকার আখতারুজ্জামান চৌধুরী চত্বরে একটি চেকপোস্ট স্থাপন করে। রাত পৌনে ১১টার দিকে সেখানে আজদার আলী নামের এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তার শরীর ও ব্যাগে পাওয়া যায় ২১ হাজার ৫শ ইয়াবা। র‌্যাব সদস্যরা ইয়াবা বহনকারী আজদারকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, কক্সবাজারের টেকনাফ থেকে সংগ্রহ করা ইয়াবাগুলো সে রাজশাহী নিয়ে যাচ্ছিল। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা। এদিকে, নগরীর পুরাতন রেল স্টেশনের কাছাকাছি একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর ৫টার দিকে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবকের নাম কবির হোসেন। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, খোরশেদ নামের অপর একজনের সহযোগিতায় সে কুমিল্লা হতে গাঁজা এনে চট্টগ্রাম শহরে বিক্রি করে আসছিল।
×