ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

বসন্ত সন্ধ্যায় জাতীয় জাদুঘরে সোনালি আঁশের কবিতা

প্রকাশিত: ০৫:২৮, ৫ মার্চ ২০১৮

বসন্ত সন্ধ্যায় জাতীয় জাদুঘরে সোনালি আঁশের কবিতা

স্টাফ রিপোর্টার ॥ একদিন বর্ণময় ছিল এই বাংলার গৌরব স্বর্ণআঁশ/সোনালি আঁশের সেই স্বপ্ন মুছে দিয়ে যারা সর্বনাশ/লিখে গেছে বাংলার ললাটে, তারা আস্তাকুঁড়ে আজ/তাদের ঘৃণায় মুছে আবার সাজাও সোনা রং কারুকাজ ...। এভাবেই কবিতার আশ্রয়ে সোনালি আঁশ পাটের সুদিনের প্রত্যাশা ব্যক্ত হয় বাচিকশিল্পী রফিকুল ইসলামের কণ্ঠে। ভরাট কণ্ঠে শ্রোতাকে উদ্দীপ্ত করে আবৃত্তি করেন কবি নাসির আহমেদের কবিতা ‘সোনালি দিনের গাথা’। এছাড়াও আয়োজনে পঠিত হয়েছে পাটের প্রতি ভালবাসা জানানো আরও কবিতা। রবিবার বসন্ত সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘সোনালি আঁশের কবিতা’ শীর্ষক কবিতাপাঠের আসর। কবিতার সঙ্গে সঙ্গীত পরিবেশনায় আয়োজনে যুক্ত হয়েছে বৈচিত্র্যময়তা। জাতীয় পাট দিবস উদ্্যাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বক্তব্য দেয়ার পাশাপাশি জেসমিন নাহার রচিত ‘সোনালি দিনের কথা’ শিরোনামের কবিতাপাঠ করে শ্রোতাদের মাঝে মুগ্ধতা ছড়ান সংস্কৃতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। আর অসংখ্য শ্রোতার সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করেন কবি নির্মলেন্দু গুণ, কাজী রোজী, মুহম্মদ নূরুল হুদা ও অসীম সাহা। ভেসে বেড়ানো ফুলের ঝাঁকের চমৎকার ব্যাকড্রপে সাজানো মঞ্চে পঠিত হয়েছে পাট বিষয়ক একগুচ্ছ কবিতা। প্রখ্যাত ও প্রবীণ কবিদের রচিত কবিতাগুলো পাঠ করেছেন শ্রোতানন্দিত আবৃত্তিশিল্পীরা। বাচিকশিল্পীদের কণ্ঠে উচ্চারিত হয়েছে নির্মলেন্দু গুণ, কাজী রোজী, সৈয়দ আবুল মকসুদ, মুহম্মদ নূরুল হুদা, মোঃ রেজাউল কাদের, আসলাম সানী, কাবেদুল ইসলাম, মানিক মোহাম্মদ রাজ্জাক, জেসমিন নাহার, আসাদুল্লাহ, শামিম আরা স্মৃতি, ফারুক মাহমুদ, নাসির আহমেদ, বিমল গুহ, দুলাল সরকার, রেজাউদ্দিন স্টালিন, মজিদ মাহমুদ, সুহিতা সুলতানা, তপন বাগচী, জাহিদ সোহাগ ও সজল আহমেদের কবিতা। এসব কবির কবিতাপাঠ করেছেন আবৃত্তিশিল্পী লায়লা আফরোজ, রূপা চক্রবর্তী, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, শাহাদাৎ হোসেন নিপু, ইকবাল খোরশেদ, মাহিদুল ইসলাম, জিনিয়া ফেরদৌস রুনা ও আনিসুর রহমান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অণিমা রায় ও আশিকুর রহমান। ‘রঙ ও রেখায় সরকারের সাফল্য’ ॥ রং তুলির আঁচড়ে আঁচড়ে উদ্ভাসিত হয়েছে ইতিহাসের পরম্পরা, মূর্ত হয়েছে বাংলা ও বাঙালীর ঐতিহ্যের গল্প। কোন ক্যানভাসে চিত্রিত হয়েছে বাঙালীর অধিকার আদায়ের সংগ্রাম। ঐতিহ্য ও ইতিহাসের ধারাবাহিকতায় চিত্রিত হয়েছে সরকারের সাফল্যগাথার গল্প। ছবিগুলো এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষকসহ একদল শিক্ষার্থী। উপলক্ষ ছিল ‘রঙ ও রেখায় সরকারের সাফল্য’ শীর্ষক আর্ট ক্যাম্পে অংশগ্রহণ। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রবিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে শুরু হয় এই আর্ট ক্যাম্প। এতে যোগ দেন ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খান, অলোকেশ ঘোষ, সমরজিৎ রায় চৌধুরী, নাজমা আক্তার, সুলতানুল ইসলামের মতো শিল্পীরা। যোগ দেন রাজধানীর দুটি আর্ট গ্যালারির অন্যতম পরিচালক আফরোজা জামিল কঙ্কা, শামীম সুব্রানা। অংশ নিয়েছেন হিমিকা, উর্মি রায় ও ফাহমিদা আক্তারের মতো নবীন শিল্পীরাও। অর্ধশতাধিক শিল্পীর অংশগ্রহণে এ আর্ট ক্যাম্প চলে সন্ধ্যা অবধি। এ্যাক্রেলিক ক্যানভাসে বাংলা, বাঙালীর গল্প আঁকতে আঁকতে হামিদুজ্জামান খান বলেন, শিল্পের জায়গা থেকে বলি, এখন এক মুক্ত পরিবেশে আমরা ছবি আঁকতে পারছি। শিল্পীর জন্য যে মুক্ত মনের পরিবেশটি দরকার সেটি পাচ্ছি আমরা। দেশ ভালভাবেই চলছে। সরকারও উন্নয়নমুখী নানা পরিকল্পনার বাস্তবায়ন করছে। আমরা সে গল্পই ক্যানভাসে আঁকছি।
×