ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর ৩০০ গোলের মাইলফলকে জয় রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৪:৪২, ৫ মার্চ ২০১৮

 রোনাল্ডোর ৩০০ গোলের মাইলফলকে জয় রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ ছন্দ ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগীজ সুপারস্টার স্প্যানিশ লা লিগায় আবারও জোড়া গোল করেছেন। আর এর মধ্য দিয়ে তিনি লীগের ইতিহাসে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। লিওনেল মেসির পর রোনাল্ডো দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লীগে ৩০০ গোলের কোটা পূরণ করেছেন। শনিবার রাতে সান্টিয়াগো বার্নাব্যুতে রোনাল্ডোর রেকর্ড গড়া ম্যাচে অতিথি গেটাফেকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে অপর গোলটি করেন গ্যারেথ বেল। ম্যাচের ৪৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে গেটাফের ফরাসী মিডফিল্ডার লোয়িক রেমাই মাঠ ছাড়লে বাকি সময়টা সফরকারীদের ১০ জনের দল নিয়ে খেলতে হয়। ওই সময় গেটাফে ২-০ গোলে পিছিয়ে ছিল। এরপর অবশ্য ফ্রান্সিসকো পোরটিলোর পেনাল্টিতে গেটাফে এক গোল শোধ করেন। ম্যাচের ৭৮ মিনিটে রোনাল্ডোর দ্বিতীয় গোলের রিয়ালের জয় নিশ্চিত হয়। মঙ্গলবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লীগে ফ্রান্সের মাটিতে ফিরতি লেগের আগে রিয়ালের জন্য এই জয়টা গুরুত্বপূর্ণ। প্রথম লেগে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে জিনেদিন জিদানের শিষ্যরা। দলের পক্ষে প্রথম গোলটি করে বেল নিজেকে পিএসজির বিপক্ষে ম্যাচটির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। ম্যাচের শেষদিকে তিনি দ্বিতীয় গোলটি প্রায় পেয়ে গিয়েছিলেন। কিন্তু তার কার্লিং শটটি গোলের ঠিকানা খুঁজে পায়নি। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে বেলের খেলা নিশ্চিত ছিল না। তবে এই ম্যাচে তার ৯০ মিনিট মাঠে থাকা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। এই ম্যাচে লীগের ১১৭ ম্যাচ খেলতে তিনি মাঠে নেমেছিলেন। কোন ব্রিটিশ খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লীগে ডেভিড বেকহ্যামকে পেছনে ফেলে এখন বেলই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। ম্যাচের ৬৫ মিনিটে বদলি বেঞ্চ থেকে মাঠে নামেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা মার্সেলো। পিএসজির বিপক্ষে তিনিও মূল একাদশে থাকছেন বলেই ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু লুকা মডরিচ ও টনি ক্রুস ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন। রোনল্ডো, বেল, করিম বেনজেমা ও ইস্কোকে নিয়ে আক্রমণাত্মক কৌশলেই ছক সাজান জিদান। ২৪ মিনিটে বেনজেমার ক্রস থেকে সার্জিও রামোস ও ইস্কো মিলে বল নিয়ন্ত্রণে নিয়ে বাড়িয়ে দিলে বেল দারুণ ভঙ্গিমায় জালে জড়ান। বিরতি ঠিক আগে বেনজেমার রিভার্স পাসে রোনাল্ডো ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচে রোনাল্ডো পরপর দুই গোল করে ক্যারিয়ারে লা লিগায় ৩০০ ও ৩০১ গোল পূরণ করেন। এই গোল করতে তিনি স্প্যানিশ শীর্ষ লীগে খেলেছেন ২৮৬ ম্যাচ। তার আগে একমাত্র খেলোয়াড় হিসেবে এই তালিকায় নাম লিখিয়েছেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ৩০০ গোলের কোটা পূরণ করতে খেলেছেন ৩৩৪ ম্যাচ। বার্সিলোনার হয়ে ৩৩৪ ম্যাচে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। চিরপ্রতিদ্বন্দ্বীর তুলনায় ৪৮ ম্যাচ কম খেলেই এই রেকর্ডের দেখা পেয়েছেন সি আর সেভেন (২৮৬ ম্যাচ)। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে ন্যূনতম ৩০০ গোল করাদের মধ্যে রোনাল্ডো সর্বশেষ সংযোজন। বার্সার হয়ে ৪০৮ লীগ ম্যাচে ৩৭২ গোল নিয়ে শীর্ষে মেসি। বেয়ার্ন মিউনিখ কিংবদন্তি জার্ড মুলার এ তালিকায় দ্বিতীয় (বুন্দেসলিগায় ৪২৭ ম্যাচে ৩৬৫ গোল)। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় লীগে ৩৬২ ম্যাচে ৩১০ গোল নিয়ে তৃতীয় এভারটন কিংবদন্তি ডিক্সি ডিনের পরই রোনাল্ডোর অবস্থান। ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, এই ম্যাচটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, সত্যিকার অর্থেই এর দরকার ছিল। মঙ্গলবারের ম্যাচের জন্য আমরা গুরুত্বের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই একটি ভিন্ন গভীরতা নিয়ে আমাদের ওই ম্যাচটি খেলতে হবে। তবে আমরা ম্যাচটার জন্য পুরোপুরি প্রস্তুত।
×