ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিবাবার ডাবল, কোলম্যানের গৌরবময় স্বর্ণ

প্রকাশিত: ০৪:৩৭, ৫ মার্চ ২০১৮

 দিবাবার ডাবল, কোলম্যানের গৌরবময় স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ উসাইন বোল্ট অবসরে যাওয়ার পর একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে ট্র্যাক এ্যান্ড ফিল্ডের জগতে। সর্বকালের সবচেয়ে গতিধর এ মানবের জায়গাটা কে দখল করবেন তারপর থেকেই আলোচনার মূল বিষয় এটি। স্প্রিন্ট জগতে বেশ কয়েকজন তরুণকে বর্তমান সময়ে বোল্টের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ান কোলম্যান। এবার বিশ্ব ইনডোর এ্যাথলেটিক্সে সে পথে হয়তো অনেকখানিই এগিয়ে গেলেন কোলম্যান পুরুষদের ৬০ মিটার স্প্রিন্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে। চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েই জিতেছেন তিনি। অপরদিকে ইথিওপিয়ার মহিলা দৌড়বিদ গেনজেবে দিবাবা আরেকটি স্বর্ণ জিতে বার্মিংহামে চলমান এ বিশ্ব আসরে ডাবল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব দেখিয়েছেন। এবার ইংল্যান্ডে যখন আসেন কোলম্যান তখন তারজন্য অনুপ্রেরণা ছিল তার নতুন করে গড়া বিশ্বরেকর্ড। ৬.৩৪ সেকেন্ড টাইমিংয়ে কিছুদিন আগেই ইনডোর স্প্রিন্টের বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু ২১ বছর বয়সী এ তরুণ বোল্টের অনুপস্থিতিতে বার্মিংহামের গ্লোবাল এ্যারেনায় শুরুর প্রথম স্টেপেই করেছিলেন মস্ত ভুল। চার নম্বর লেনে নামার পর এই ভুলটা অবশ্য কোন প্রভাব ফেলেনি তার গতিতে। মুহূর্তেই বিদ্যুত গতি এনে তিনি জয় ছিনিয়ে নেন সবার আগে শেষ করে। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে দ্রুতবেগেই পেরিয়ে গেছেন ৬০ মিটার দূরত্ব। তিনি সময় নেন ৬.৩৭ সেকেন্ড। নিজের গড়া বিশ্বরেকর্ড ছুঁতে না পারলেও বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপের নয়া রেকর্ড গড়েছেন তিনি। আর চমক দেখিয়েছেন চীনের সু বিংটিয়ান। নতুন এশিয়ান রেকর্ড গড়ে তিনি রৌপ্য জয় করেন। বিংটিয়ান সময় নেন ৬.৪২ সেকেন্ড। কোলম্যানের স্বদেশী সতীর্থ রোনি বেকার ব্রোঞ্জ লাভ করেন তৃতীয় স্থানে থেকে। কোলম্যান জয়ের পর বলেন, ‘বোল্ট পরবর্তী যুগে আমার ভাল সুযোগ আছে এই ক্রীড়ার শীর্ষে থাকার। কিন্তু আমি সবসময়ই অন্যদের মতো বলছি যে অনেক মেধাবী স্প্রিন্টারের সমাগম রয়েছে। এ কারণে আমাকে কাজ করে যেতে হবে যেন শীর্ষ স্থানটা নিশ্চিত করতে পারি। যখন আমার স্বর্ণ জেতার সুযোগ থাকবে সেটা আমার অবশ্যই নিতে হবে।’ অনবরতই বিশ্বরেকর্ড গড়ার অভ্যাস দৌড়বিদ দিবাবার। ইথিওপিয়ার এ নারী এবার ইনডোর বিশ্ব আসরেও নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরলেন। জয়ের ধারাবাহিকতা রেখে তিনি এবার ১৫০০ মিটারেও স্বর্ণপদক জয় করলেন। মাত্র দু’দিন আগেই দিবাবা ৩০০০ মিটারে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন। তাই ১৫০০ মিটারে স্বর্ণপদক জেতার মাধ্যমে ডাবলের গৌরব অর্জন করলেন এবার। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, পদক গ্রহণের মঞ্চে তিনি ৩০০০ মিটারে যাদের পেয়েছিলেন তারাই ছিলেন ১৫০০ মিটারেও। এবার অবশ্য ব্রিটিশ তরুণী লরা মুইর রৌপ্য জিতেছেন ইথিওপিয়ায় জন্ম নেয়া হল্যান্ডের সিফান হাসানকে পেছনে ফেলে। রাতটা ছিল যুক্তরাষ্ট্রের এ্যাথলেটদের দখলে। কোলম্যানের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েছেন স্যান্ডি মরিস ও কেন্দ্রা হ্যারিসন। মহিলাদের পোল ভল্টে ¯œায়ু টানটান উত্তেজনার মধ্যে মরিস ৪.৯৫ মিটার লাফিয়ে জয় তুলে নেন। রাশিয়ার আনঝেলিকা সিডোরোভা নিরপেক্ষ এ্যাথলেট হিসেবে অংশ নিয়ে ৪.৯০ মিটার পেরিয়ে জিতেছেন রৌপ্য। গ্রীসের ক্যাটেরিনা স্টেফানিডি ৪.৮০ মিটার লাফিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। অথচ অন্যতম ফেবারিট এ তারকা গত বিশ্ব আসরের চ্যাম্পিয়ন, গত ইউরোপিয়ান ও সর্বশেষ অলিম্পিক চ্যাম্পিয়ন। আর মরিস এর আগে আউটডোর ও ইনডোর উভয় বিশ্ব আসরে রৌপ্য জিতেছিলেন। মেয়েদের ১০০ মিটার হার্ডলসে কেন্দ্রা হ্যারিসন ৭.৭০ সেকেন্ড টাইমিংয়ে নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। তিনি এই ইভেন্টের বিশ্বরেকর্ডও গড়েছেন আগে।
×