ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে নিবেদিত কবিতার ইংরেজী অনুবাদ গ্রন্থ ‘পিস এ্যান্ড হারমোনি’ প্রকাশিত

প্রকাশিত: ০৪:২০, ৫ মার্চ ২০১৮

শেখ হাসিনাকে নিবেদিত  কবিতার ইংরেজী  অনুবাদ গ্রন্থ ‘পিস এ্যান্ড হারমোনি’ প্রকাশিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত দেশের খ্যাতিমান কবি ও লেখকদের রচিত নির্বাচিত একাত্তরটি কবিতার ইংরেজীতে অনূদিত গ্রন্থ ‘পিস এ্যান্ড হারমোনি’ প্রকাশিত হয়েছে। বইটির কবিতাগুলো বাংলা ও ইংরেজীতে পাশাপাশি প্রকাশ করা হয়েছে। ফলে পাঠকরা দুটি ভাষায় কবিতাগুলো পড়তে পারবেন। বাংলায় বইটির নামকরণ করা হয়েছে ‘শান্তি ও সহাবস্থান’। খবর বাসসর বইটির কবিতাগুলো ইংরেজীতে অনুবাদ করেছেন লেখক আনিস মুহম্মদ এবং সম্পাদনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। বইটি প্রকাশ করেছে ঢাকার বাংলা মটরের ‘গল্পকার প্রকাশনী’। এবারের অমর একুশের গ্রন্থমেলায় বইটি প্রকাশ পায়। বইটি উৎসর্গ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত কবিতার সংখ্যা অসংখ্য। কবিরা গত আড়াই দশকে প্রচুর কবিতা লিখেছেন শেখ হাসিনাকে নিয়ে। সেসব কবিতা থেকে বাছাই করে অনুবাদক ও সম্পাদক একাত্তরটি কবিতা এই বইটিতে প্রকাশ করেছেন। কবিতাগুলোতে শেখ হাসিনার জীবন, তাঁর কর্ম, বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, দেশ পরিচালনার চিত্র, বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের বর্বরোচিতভাবে পঁচাত্তরের পনেরো আগস্টে হত্যার প্রতিবাদ, যুদ্ধাপরাধীদের বিচারসহ নানা বিষয় স্থান পেয়েছে।
×