ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পোস্টার লাগানো মানসিক বৈকল্য ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৫:০৬, ৪ মার্চ ২০১৮

পোস্টার লাগানো মানসিক বৈকল্য ॥ সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ যত্রতত্র পোস্টার লাগানোর বিরুদ্ধে শীঘ্রই কঠোর অবস্থানে যাবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। শরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিশেষ পচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন দক্ষিণের মেয়র। এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কাউন্সিলর আবু আহমেদ মান্নাফী প্রমুখ উপস্থিত ছিলেন। মেয়র বলেন, যারা পোস্টার লাগান তাদের এক ধরনের মানসিক বৈকল্য রয়েছে। অনেকে ছেলের জন্ম দিনেও পোস্টার লাগায়। এটা এক ধরনের মানসিক বৈকল্য। আমরা অনুমতি ছাড়া পোস্টার ব্যানার ফেস্টুন লাগাতে দেই না। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধলেশ্বরীর চট্টগ্রাম ত্যাগ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ধলেশ্বরী শনিবার দুপুরে ভারতের উদ্দেশে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। ধলেশ্বরী ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিতব্য ১০ম আন্তর্জাতিক নৌ মহড়া ‘মিলান-২০১৮’ এ অংশগ্রহণ করবে বলে শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়। কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। স্থানীয় উচ্চপদস্থ নৌকর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ এ সময় উপস্থিত ছিলেন। -বাসস
×