ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ভার্সিটিতে নবীনবরণ

প্রকাশিত: ০৪:১৪, ৪ মার্চ ২০১৮

বাংলাদেশ ভার্সিটিতে নবীনবরণ

স্টাফ রিপোর্টার ॥ হাতে ফুল তুলে দিয়ে নবীন শিক্ষার্থী এবং অভিভাবকদের বরণ করল বাংলাদেশ ইউনিভার্সিটি। শনিবার ইউনিভার্সিটি মিলনায়তনে অভিভাবক দিবস এবং নবাগত ছাত্রছাত্রীদের পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম. এ. গোলাম দস্তগীর। বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ কামরুল হাসান এবং পরিচালক (টেকনিক্যাল) কাজী তাইফ সাদাত। আরও বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রধান সাদিক ইকবাল, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন, সোসিওলজি বিভাগের প্রধান ড. এম. এম. এনামুল আজিজ, আইন বিভাগের প্রধান দেওয়ান আল-আমিন, ফার্মেসি বিভাগের প্রধান ড. আনোয়ারুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান শেখ আলাউদ্দিন প্রমুখ। ইস্টার্ন ভার্সিটি ইস্টার্র্ন ইউনিভার্সিটি (ইইউ) এর ‘প্রিং ২০১৮’ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণ শনিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সম্মানিত অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, প্রকৌশলী, সমাজসেবক খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। উপাচার্য প্রফেসর ড. নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, চেয়ারপার্সন। -বিজ্ঞপ্তি।
×