ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষকের বিচার দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:১২, ৪ মার্চ ২০১৮

ধর্ষকের বিচার দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সাত বছরের শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা সদরের পলাশবাড়ি বাজারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নীলফামারী-ডোমার সড়কে যান চলাচল বন্ধ থাকে। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নারী সংগঠন ও এলাকার কিশোর-কিশোরী ফোরামের সদস্য, এলাকাবাসীসহ সহ¯্রাধিক মানুষ অংশ নেয় ওই কর্মসূচীতে। ইউনিয়নের কিশোর-কিশোরী ফোরাম, নারী যোগাযোগ কেন্দ্র ও এলাকাবাসীর যৌথ আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তৃতা দেন পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, ধর্ষিতা শিশুর বাবা প্রদীপ রায়, ঠাকুর মা পরিমন বালা রায়, প্রতিবেশী রহমত আলী, পলাশবাড়ি ইউনিয়ন কিশোর-কিশোরী ফোরামের সভাপতি প্রভাত রায়, লক্ষ্মীচাপ কিশোর-কিশোরী ফোরামের সভাপতি কালিদাশ রায়, নারী যোগাযোগ কেন্দ্রের আহ্বায়ক সালমা আক্তার প্রমুখ। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে শিশু ধর্ষণকারী শুকুর আলীকে গ্রেফতার দাবি জানান।
×