ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রূপপুর বিদ্যুত কেন্দ্র ॥ ত্রিপক্ষীয় এমওইউ সই

প্রকাশিত: ০৮:০২, ২ মার্চ ২০১৮

রূপপুর বিদ্যুত কেন্দ্র ॥ ত্রিপক্ষীয় এমওইউ সই

স্টাফ রিপোর্টার ॥ রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে পরামর্শ সেবা গ্রহণে রাশিয়া-ভারত-বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটম এর দক্ষিণ এশিয়া দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দিন মস্কোতে চুক্তি সই হওয়ার বিষয়টি জানানো হয়। এর মধ্য দিয়ে দেশের সব থেকে ব্যয় বহুল প্রকল্পের যন্ত্রপাতি সরবরাহ, পরামর্শ সেবাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে প্রতিবেশী দেশ ভারত। ভারতের মুম্বাই থেকে পাঠানো ওই খবরে জানানো হয়, এর মধ্যে দিয়ে বিদ্যুত কেন্দ্রটির যন্ত্রাংশ সরবরাহে এবং পরামর্শক সেবা দেবে দিল্লী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভারতের কাছ থেকে সহায়তা গ্রহণের বিষয়ে সরকার অনুমোদন দেয়। ওই বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ভারতের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুত কেন্দ্রটি তামিলনাড়ু কুদানকুলামে রাশিয়ার সহায়তায় নির্মাণ হয়েছে, তারই আদলে বাংলাদেশেরটি হচ্ছে। সমঝোতার আওতায় ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন (এনপিসিআইএল) রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণে সহযোগিতা করবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তায়ন করছে বাংলাদেশ। রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, রোসাটমের ডেপুটি ডিরেক্টর জেনারেল নিকোলাই স্পাসকি ও রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ এমওইউতে সই করেন।
×