ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেলিম হত্যা মামলার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৬:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

সেলিম হত্যা মামলার দ্রুত বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৬ ফেব্রুয়ারি ॥ গ্রেফতারকৃত আসামিরা জামিনে বেরিয়ে বাদীনিকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন হত্যাকা-ের শিকার ব্যবসায়ী সেলিমের বৃদ্ধ পিতা আব্দুল কবির। এদিকে দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও সিআইডি মামলায় চার্জশীট দাখিল না করায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। সেই সাথে মামলা দ্রুত বিচারের দাবি জানান তিনি। সোমবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মৃতের বৃদ্ধ পিতা। এ সময় মৃতের স্ত্রী ববিতা আকতার, মৃতের দুই সন্তান ইসাহাক সুমন (১৩) ও সামাউন স্বপন (৬) উপস্থিত ছিলেন। মৃতের পিতা অভিযোগ করে বলেন, তার ছেলে মিষ্টি কুমড়া ব্যবসায়ী সেলিম (৩২) ভুল্লি এলাকায় কুমড়ার ব্যবসা করতো। গত বছরের ২৫ জুন রাতে ভুল্লি বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাদত হোসেন (৪২), রফিক ও রুবেল সিকদার (২৮) তাকে জবাই করে হত্যা করে।
×