ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধ্যাপক ফারজানাকে দ্বিতীয় মেয়াদে জাবির ভিসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রুল

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

অধ্যাপক ফারজানাকে দ্বিতীয় মেয়াদে জাবির ভিসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রুল

স্টাফ রিপোর্টার ॥ প্যানেল মনোনয়ন ব্যতীত অধ্যাপক ফারজানা ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়া কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দিয়ারা মেরিখালী খাল মাটি বা বালি দিয়ে ভরাটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে খালটির ওই দাগে মাটি বা বালি ভরাট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি খালের যে অংশ ইতোমধ্যে ভরাট হয়েছে তা আগের অবস্থায় ফিরিয়ে নিতে সংশ্লিষ্ট আল মোস্তফা গ্রুপকে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। অধ্যাপক ফারজানা ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়া কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
×