ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর হাতে নিজের পদক তুলে দিলেন বিদ্যুত প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রীর হাতে নিজের পদক তুলে দিলেন বিদ্যুত প্রতিমন্ত্রী

বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাকে দেয়া স্পেনের সর্বোচ্চ বেসামরিক পদক ‘দি কমিটমেন্ট টু দ্য নাম্বার অব দ্য সিভিল মেরিট অর্ডার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন। খবর বাসসর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রতিমন্ত্রী সোমবার সকালে এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর হাতে এই পদক হস্তান্তর করেন। স্পেনের রাজা একাদশ ফিলিপ বিদ্যুত ও জ্বালানি খাতে বিশেষ অবদানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি এবং পাশাপাশি স্পেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অবদানের স্বীকৃতিস্বরূপ বিপুকে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করেন। স্পেনের রাজার পক্ষে, স্প্যানিশ রাষ্ট্রদূত আলভারো ডি সালাস গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় প্রতিমন্ত্রীর কাছে এই পদক হস্তান্তর করেন বলে প্রেস সচিব জানান। ইউএনইপির প্রশংসা সনদ হস্তান্তর ॥ ওজনস্তরের ক্ষয়রোধে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে বাংলাদেশের গৃহীত কার্যক্রমের সাফল্যের জন্য জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (ইউএনইপি)-র বাংলাদেশকে দেয়া সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন (প্রশংসা সনদ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে সাফল্যের এই সনদ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মহসীন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। প্রেস সচিব বলেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত ‘ইলেভেনথ মিটিং অব দ্য কনফারেন্স অব দ্য পার্টিস টু দ্য ভিয়েনা কনভেনশন এ্যান্ড টুয়েন্টি নাইনথ মিটিং অব দ্য পার্টিস টু দ্য মন্ট্রিল প্রটোকল’ শীর্ষক সভায় সনদপত্রটি গ্রহণ করেন।
×