ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকাসহ ২২ জেলায় নতুন ডিসি ॥ ২৯ এসপির কর্মস্থল বদল

প্রকাশিত: ০৭:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকাসহ ২২ জেলায় নতুন ডিসি ॥ ২৯ এসপির কর্মস্থল বদল

স্টাফ রিপোর্টার ॥ সরকারের মেয়াদের শেষ বছরে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও ময়মনসিংহসহ ২২ জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন হয়েছে। একই দিনে বদলি ও পদায়ন করা হয়েছে পুলিশ সুপার পদমর্যাদার ২৯ কর্মকর্তাকে। জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এক আদেশে ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ এবং তিন ডিসিকে অন্য জেলায় বদলির আদেশ জারি করে। ছয় বিভাগীয় শহরের বাইরে যশোর, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, নেত্রকোনা, সাতক্ষীরা, শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি, কক্সবাজার, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, নরসিংদী ও হবিগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে ঢাকার জেলা প্রশাসক করে পাঠানো হয়েছে। এছাড়া রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা থেকে ২৯ এসপির দফতর পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
×