ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্লিনে ধাক্কা বেয়ার্নের

প্রকাশিত: ০৫:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

 বার্লিনে ধাক্কা বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ হার্থা বার্লিনের বিরুদ্ধে খেলতে নামলেই কেমন যেন ম্রিয়মাণ হয়ে যান টমাস মুলার, রবার্ট লেভানডোস্কিরা। এ প্রমাণ আরও একবার মিলেছে। শনিবার রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে নিজেদের মাঠ মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় হার্থার সঙ্গে গোলশূন্য ড্র করেছে লীগের বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন। চলতি মৌসুমে এ নিয়ে লীগে তৃতীয় ড্র করলো বাভারিয়ানরা। গত অক্টোবরে লীগের প্রথম লেগে হার্থা বার্লিনের মাঠ থেকে ২-২ ড্র করে ফিরেছিল জাপ হেইঙ্কেসের দল। এই ড্র’তেও অবশ্য খুব একটা ক্ষতি হয়নি বেয়ার্নের। কেননা দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ২০ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপার কাছাকাছি আছে তারা। বর্তমানে ২৪ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে টানা ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের পথে আছে বেয়ার্ন। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৪০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পরশুর ম্যাচের মধ্য দিয়ে লীগে দ্বিতীয়বার প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হয়েছে বেয়ার্ন। এর আগে গত সেপ্টেম্বরে হফেনহেইমের মাঠে ২-০ গোলে হেরেছিল টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর ২০১৫ সালের মে মাসের পর প্রথমবারের মতো নিজেদের মাঠে লীগ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে।
×