ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সালাহর রেকর্ডে লিভারপুলের বড় জয়

প্রকাশিত: ০৫:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

সালাহর রেকর্ডে লিভারপুলের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ জয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। শনিবার রাতে ঘরের মাঠ এ্যানফিল্ডে অতিথি ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে জার্গেন ক্লপের দল। এই ম্যাচেও গোল করেছেন তুখোড় ফর্মে থাকা মোহাম্মদ সালাহ। সেই সঙ্গে গৌরবময় রেকর্ডেরও মালিক হয়েছেন মিসরীয় ফরোয়ার্ড। অর্থাৎ ইপিএলে এক মৌসুমে বাঁ পায়ে সবচে বেশি গোল করার রেকর্ড এখন ২৫ বছর বয়সী এই তারকার। পাশাপাশি টানা ছয় ম্যাচে গোল করেছেন তিনি। পরশুর অন্যান্য ম্যাচে হাডার্সফিল্ড ২-১ গোলে ওয়েস্টব্রুমউইচকে, ওয়াটফোর্ড ১-০ গোলে হারিয়েছে এভারটনকে। এছাড়া লিচেস্টার সিটি-স্টোক সিটি ম্যাচ ১-১, বোর্নমাউথ-নিউক্যাসল ইউনাইটেড ম্যাচ ২-২, বার্নলি-সাউদাম্পটন ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। রবিবার রাতে ম্যাচের আগ পর্যন্ত ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান লিভারপুলের। ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে চলতি মৌসুমে লিভারপুলে নাম লেখানোর পরে দারুণ ফর্মে আছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড সালাহ। ইতোমধ্যেই চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে হ্যারি কেনের সঙ্গে সর্বোচ্চ ২৩ গোল করেছেন। প্রিমিয়ার লীগে অভিষেকেই গোল্ডেন বুট পাওয়ার তালিকায় সালাহকেই বিবেচনা করা হচ্ছে। পুরো ম্যাচে অপ্রতিরোধ্য ছিলেন তিনি। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে প্রায় এগিয়ে দিয়েছিলেন সালাহ। সেবার অল্পের জন্য ওয়েস্টহ্যাম রক্ষা পেলেও ২৯ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেয়ার পেছনে পুরো অবদানই ছিল সালাহর। তার করা দারুণ এক কর্নার থেকে কানের বুলেট হেড রক্ষা করা সম্ভব হয়নি প্রতিপক্ষ গোলরক্ষক আদ্রিয়ানের। মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় এটি লিভারপুলের শততম গোল। বিরতির পরে ৫১ মিনিটে এ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইনের থ্রু থেকে সালাহ বাম পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন। কিছুক্ষণ পর কানের পাস থেকে ব্রাজিলিয়ান তারকা রবার্টো ফিরমিনো দলের পক্ষে তৃতীয় গেল করেন। ৫৯ মিনিটে বদলি বেঞ্চ থেকে উঠে এসে হ্যামার্সদের হয়ে সান্ত¡নাসূচক এক গোল করেন মিখাইল এ্যান্টোনিও। ৭৭ মিনিটে এ্যান্ড্রু রবার্টসনের ক্রস থেকে মানে লিভারপুলের বড় জয় নিশ্চিত করেন। লা লিগায় হরহামেশাই লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে গোল পেতে দেখা যায়। ইংলিশ প্রিমিয়ার লীগে এবার সেই জাদুই দেখাচ্ছেন সালাহ। ইপিএলের ইতিহাসে এক মৌসুমে বাঁ পায়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। চলতি লীগে সালাহর গোল হয়েছে ২৩টি। এর মধ্যে বাঁ পায়েই ২০টি। ইপিএলের ইতিহাসে এক মৌসুমে বাঁ পায়ে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের চেয়ে বেশি গোল আর কেউ করেনি। আগের রেকর্ডটিও ছিল লিভারপুলের হয়ে খেলা ইংলিশ ফরোয়ার্ড রবি ফাউলারের। ১৯৯৪-৯৫ মৌসুমে বাঁ পায়ে ১৯ গোল করেছিলেন তিনি। চলতি মাসের শুরুতে সাউদাম্পটনের বিপক্ষে গোল করে ফাউলারের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে সালাহর গোল ৩১টি। ম্যাচ শেষে লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেন, আমি মনে করি না একজন কোচ হিসেবে কেউ এ ধরনের ম্যাচ প্রত্যাশা করে। একজন কোচ শুধু আশা করতে পারে। কিন্তু খেলোয়াড়রা খুব কমই এই ধরনের ম্যাচ কোচকে উপহার দিতে পারে। আমরা এই ম্যাচে সেটা পেয়েছি। ম্যাচটা দারুণ উপভোগ্য ছিল। এদিকে নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে এবারের লীগে উন্নীত হওয়া দুই দল হাডার্সফিল্ড ও ব্রাইটন রেলিগেশন জোন থেকে নিজেদের বেশ ভালভাবেই রক্ষা করেছে। টেবিলের তলানিতে থাকা ওয়েস্টব্রুমউইচকে ২-১ গোলে পরাজিত করে হাডার্সফিল্ড লীগে জয় অব্যাহত রেখেছে। দলের পক্ষে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেছেন রাজীব ভান লা পারা ও স্টিভ মাউন্টি। এই হারে রেলিগেশন জোন থেকে সাত পয়েন্ট পিছিয়ে গেছে ওয়েস্টব্রুম। সোয়ানসি সিটিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে টেবিলের ১২তম স্থানে উঠে এসেছে ব্রাইটন। গ্লেন মারের জোড়া গোলের পরে ম্যাচের শেষের দিকে এ্যান্থনি নকার্ট ও জার্গেন লোকাডিয়ার গোলে ব্রাইটনের বড় জয় নিশ্চিত হয়। একই সঙ্গে ওয়েলসের দল সোয়ানসি আবারও রেলিগেশন জোনে নেমে গেছে।
×