ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাউফলে হুইপ ও মেয়র গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ০৪:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

 বাউফলে হুইপ ও মেয়র গ্রুপের মধ্যে সংঘর্ষ,  আহত ১০

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ ফেব্রুয়ারি ॥ বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সমাবেশস্থলে চীফ হুইপ ও মেয়র গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে খোকন সরদার ও কামাল হোসেনসহ চার যুবলীগ নেতাকর্মীকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রবিবার বাউফল মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বেলা ১১ টার দিকে হেলিকপ্টারযোগে বাউফলের পাবলিক মাঠে অবতরণ করেন। এ সময় জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি ও বাউফল পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েলের বিপুল সংখ্যক নেতাকর্মী মাঠের কাছে অবস্থান নেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেখান থেকে হেঁটে বাউফল থানা চত্বরে আসেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ও চীফ হুইপ আসম ফিরোজ যৌথভাবে নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, চীফ হুইপ ও বর্ডারগার্ডের মহাপরিচালকসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা থানা ভবনের সেমিনার কক্ষে চলে যান। এসময় থানা কম্পাউন্ডের মধ্যে দুই গ্রুপের মুহুর্মুহু সেøাগান চলছিল। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই গ্রুপই সমাবেশ স্থলে চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুর করে। এ সময় পুলিশ তাদের শান্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে লাঠিচার্জ করলে মেয়র গ্রুপ থানা কম্পাউন্ডের বাইরে চলে যায়। সেখানে গিয়ে তারা সভাস্থল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এ সময় পুরো ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী সিসি ক্যামেরার মাধ্যমে সেমিনার কক্ষে বসে অবলোকন করেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর দুপুর পৌনে ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও চীফ হুইপ আসম ফিরোজসহ অতিথিরা সভা মঞ্চে এসে আসন গ্রহণ করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার বলেন, চীফ হুইপের ভাবমূর্তি নষ্ট করতে মেয়র জুয়েলের আপন চাচত ভাই ও বিএনপি নেতা শাহজাদা মিয়ার ছেলে যুবদল নেতা জায়েদ মাহমুদের নেতৃত্বে একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনা দুঃখজনক। বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, সিদ্ধান্ত গরমিলের কারণে এ দুঃখজনক ঘটনা ঘটেছে। যা আমাদের কারও জন্যই কাম্য ছিলনা। জায়েদ মাহমুদ এ সুধী সমাবেশে নিজ দায়িত্বে অংশ নিতে পারেন। তবে এ ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ থাকলে দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে। এর জন্য আমি দায়ী নই। রবিবার বাউফল থানার নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন পরবর্তী এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, আগামী মার্চ মাসের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের সারিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। আর ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
×