ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুব গেমসের চূড়ান্তপর্ব আয়োজনে মাঠ সঙ্কটে বাফুফে

প্রকাশিত: ০৬:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

যুব গেমসের চূড়ান্তপর্ব আয়োজনে মাঠ সঙ্কটে বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমসের চূড়ান্তপর্ব আয়োজনে মাঠ সঙ্কটে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্তপর্বের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান এবং এএফসি কাপে আবাহনীর হোম ম্যাচ থাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কেবল ফাইনাল ম্যাচটিই আয়োজন করতে পারবে বাফুফে। সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচই আয়োজন করতে হচ্ছে কমলাপুর স্টেডিয়ামে। ৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা গ্রুপপর্ব দিনে থাকছে চারটি করে ম্যাচ। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা যুব গেমস শেষের পথে। ১০ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে চূড়ান্তপর্ব। ইতোমধ্যেই প্রত্যেকটি ডিসিপ্লিন শেষ করার নির্দেশনা ফেডারেশনগুলোকে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। এই চূড়ান্তপর্ব আয়োজন করতে বিপাকে পড়েছে বাফুফে। আট বিভাগে ছেলে ও মেয়েদের মোট ১৬ দল নিয়ে হবে ফুটবলের চূড়ান্তপর্ব। বঙ্গবন্ধু ও কমলাপুর স্টেডিয়াম দুই ভেন্যুতেই আয়োজনের কথা থাকলেও বেশিরভাগ ম্যাচই হচ্ছে কমলাপুরে। ৭ মার্চ আবাহনীর এএফসি কাপের হোম ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান তো আছেই পাশাপাশি এ্যাথলেটিক্সের কারণেও পুরো সময়টায় বঙ্গবন্ধু স্টেডিয়াম পাচ্ছে না বাফুফে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চলছে তৃতীয় বিভাগ ফুটবল লীগ। চূড়ান্তপর্ব আয়োজনে কিছুদিন বিরতি দিতে হচ্ছে লীগে। তারপরও দিনে অন্তত চারটি ম্যাচ না হলে নির্দিষ্ট সময়ে শেষ হবে না চূড়ান্তপর্ব। কিছুদিন আগে সংস্কার করা হলেও এখনও শতভাগ ভাল অবস্থায় নেই কমলাপুর স্টেডিয়াম। তারপরও বাধ্য হয়ে এই টার্ফে খেলা হলে কতটুকু কাক্সিক্ষত ফল আসবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
×